কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
এদিন বাংলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩২২৭। উত্তর ২৪ পরগনায় ৫১৬ জন করোনা আক্রান্ত হয়েছেন একদিনে। কলকাতায় করোনা সংক্রমিত এদিন ৪৮৭। এদিন উত্তর ২৪ পরগনা ও কলকাতায় করোনা সক্রিয়ের সংখ্যা দাঁড়িয়েছে সমান সমান। তবে উদ্বেগ বাড়িয়ে করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ১৫০০ জন। উত্তর ২৪ পরগনাতেও ৯০০-র উপরে মৃত্যু।
একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
মঙ্গলবার পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৪৭৬২৮। এদিন ৪৮৭ জন আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৫০০ জনের। এদিন মৃত্যু হয়েছে ১১ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৪১৮১৯ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৪৩০৯ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৩৮৩ জন।
উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৪২৬৬৯ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৫১৬ জন। মৃত্যু হয়েছে মোট ৯১৪ জনের। এদিন মৃত্যু হয়েছে ১৫ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩৭৩৫৫ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৪৪০০ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৫১০ জন।
হাওড়া-হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা
হাওড়ায় আক্রান্তের নিরিখে বর্তমানে তিন নম্বরে রয়েছে। হাওড়ায় মোট আক্রান্ত এখন পর্যন্ত ১৫৪৯৬। এদিন আক্রান্ত হয়েছেন ১৩৪ জন। আর এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৪৬৮ জন। এদিন মৃত্যু হয়েছে ৬ জনের। দক্ষিণ ২৪ পরগনায় ২০২ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১৪০৫৮। হুগলিতে ১৯৮ জন বেড়ে আক্রান্ত ১০৪৩৭ জন।
অন্যান্য জেলায় করোনা পরিসংখ্যান
এছাড়া আলিপুরদুয়ারে ৩৪২৮, কোচবিহারে ৪৪৪৫, দার্জিলিংয়ে ৬৪৯৮, কালিম্পংয়ে ৬৮২, জলপাইগুড়ি ৪৮৯১, উত্তর দিনাজপুর ২৯০১, দক্ষিণ দিনাজপুর ৪৫৯৯, মালদহ ৫৭৩৪, মুর্শিদাবাদ ৪৬০৯, নদিয়া ৫৬৬৬, বীরভূম ২৮৬০, পুরুলিয়া ২৩১৫, বাঁকুড়া ৪০৮২, ঝাড়গ্রাম ৪১৪, পশ্চিম মেদিনীপুর ৭৪৭০, পূর্ব মেদিনীপুর ৮৭৯৬, পূর্ব বর্ধমান ৩৮৪৪, পশ্চিম বর্ধমান ৫৫৫৯ জন মোট আক্রান্ত হয়েছেন। মোট ৬৬ জন আক্রান্ত হয়েছেন অন্যান্য রাজ্যের বাসিন্দা।