সমীপ / অরবিন্দ, গুয়াহাটি: শিশুদের প্রকৃত মানবসম্পদ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সনোয়াল। শিশুদিবসের সঙ্গে সংগতি রেখে মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ আজ শনিবার গুয়াহাটি মহানগরীর পার্শ্ববর্তী আজারায় অবস্থিত এসওএস শিশুগ্রামে গিয়ে শিশুদের উত্সাহ ও প্ৰেরণা জুগিয়েছেন।
এদিন মুখ্যমন্ত্ৰী শিশুদের মধ্যে ফলমূলের সঙ্গে নানাধরনের উপহার সামগ্রীও বিতরণ করেছেন। শিশুদিবসের পাশাপাশি কচিকাঁচাদের দীপাবলির শুভেচ্ছাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী সনোয়াল। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে কচিকাঁচাদের উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে মুখ্যমন্ত্ৰী বলেন, শিশুদের কঠোর পরিশ্ৰমের মাধ্যমে পডাশুনায় মগ্ন হতে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। উপযুক্ত শিক্ষা লাভ করে জ্ঞান আহরণের মাধ্যমে নিষ্ঠা সহকারে সমাজের সেবা করতে হবে। তিনি বলেন, শিশুরা দেশের ভবিষ্যত। তাই তাঁদের আদৰ্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রয়াস চালাতে হবে সকলকে। শিক্ষা, সংস্কৃতি, ক্ৰীড়া, সাহিত্য, বিজ্ঞান, বৌদ্ধিক ইত্যাদি সর্বক্ষেত্রে পারদর্শী এবং যোগ্য নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে শিশুদের সংকল্প নিতে হবে।
মুখ্যমন্ত্রী বলেন, শিশুদিবস উদযাপন করলে জীবনে সঠিক পথে এগিয়ে যাওয়ার শক্তি প্রদান করে। প্রাক্তন প্রধানমন্ত্ৰী জওহরলাল নেহরুর জন্মদিনে শিশুদিবস উদযাপন প্রসঙ্গে মুখ্যমন্ত্ৰী বলেন, শৈশবকাল থেকে শিশুদের সঠিক যত্ন নিলেই ভালো মানুষ গড়া সম্ভব।
মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন গুয়াহাটির সাংসদ কুইন ওঝা, প্রদেশ বিজেপির মুখপাত্র রূপম গোস্বামী, গুয়াহাটি মহানগর জেলাশাসক বিশ্বজিত্ পেগু প্রমুখ।