নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ৮ দিন ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। শনিবার (২২ জুন) সকাল ১১ টায় ভারতীয় পণ্যবাহী ট্রাক বন্দর অভ্যন্তরে প্রবেশের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়।
তবে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।
বিষয়টি নিশ্চিত করে হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তাক জানান, পবিত্র ইদুল আজহা উপলক্ষে গত ১৪ জুন থেকে ২১ জুন, ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ ছিল। আজ থেকে ফের আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুল ইসলাম জানান, ইদুল আজহা উপলক্ষে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।