- কমিউনিটির সহযোগিতা কামনা।
লন্ডন, ১১ ফেব্রুয়ারি- আগামী ২০ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, পূর্ব লন্ডনের রমফোর্ডের মে-ফেয়ার ভেন্যুতে অনুষ্ঠিত হবে তৃতীয় ‘দ্যা সানরাইজ টুডে জার্নালিস্ট অ্যাওয়ার্ডস ২০২৫’। এ উপলক্ষে গত ১০ ফেব্রুয়ারি, সোমবার লন্ডন বাংলা প্রেস ক্লাবে এক সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সন্মেলনে আয়োজকদের পক্ষ থেকে ‘জার্নালিস্ট অ্যাওয়ার্ডস ২০২৫’ এর বিস্তারিত তুলে ধরা হয়, এবং কমিউনিটির সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়।
সংবাদ সন্মেলনে সাংবাদিক ও কলামিস্ট এবং দ্যা সানরাইজ টুডে’র সম্পাদক এনাম চৌধুরী বলেন, ‘সাংবাদিকরা কমিউনিটির সুখ-দুঃখ, হাসি-কান্না সুদিন-দুর্দিনে পাশে থাকলেও তাঁদের সম্মান জানাতে প্রাতিষ্ঠানিক বা সাংগঠনিকভাবে কেউ কোন উদ্যোগ নেয়নি। প্রকৃত সাংবাদিকদের ব্যক্তিত্ববোধ এমনি যে, তাঁরা কোনো প্রতিষ্ঠানের কাছে পদক প্রাপ্তির আশায় আবেদন করেন না! আবেদন করে কোনো কিছু নেয়া একজন নীতিবান সাংবাদিকের জন্য মর্যাদাকর না। তাই সাংবাদিকরা কখনো মানবিক সম্মানের বাইরে কারো কাছে কিছু প্রত্যাশা করেন না। আমাদের এই অগ্রজদের আমরা সম্মান জানাতে “দ্যা সানরাইজ টুডে জার্নালিস্ট অ্যাওয়ার্ডস”-এর সূচনা করেছি। আমরা সাংবাদিকরা এক পরিবারের সদস্য এবং আমি ব্যক্তিগত ভাবে আমি মনে করি, সম্মান প্রাপ্তিটা নিজেদের ঘর থেকেই শুরু হোক। সেই শ্রদ্ধার জায়গা থেকেই আমাদের এই উদ্যোগ।’
দ্যা সানরাইজ টুডে’র চেয়ারম্যান ওয়াজিদ হাসান সেলিম বলেন, ‘যারা সবচেয়ে বেশি নিঃস্বার্থভাবে কমিউনিটিকে সেবা দিয়ে যাচ্ছেন তাঁরা হলেন সাংবাদিক। আমরা সেই সাংবাদিকদের সম্মাননা জানাতে উদ্যোগ নিয়েছি, কারণ এটি তাঁদের অধিকার। তাঁদের সম্মান জানানো আমাদের নৈতিক দ্বায়িত্ব। সানরাইজ টুডে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিতে বড় কিছু করার স্বপ্ন দেখে। আমরা সেই স্বপ্নের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা কমিউনিটিতে নীরবে কাজ করতে চাই।’
‘দ্যা সানরাইজ টুডে জার্নালিস্ট অ্যাওয়ার্ডস ২০২৫’ এর ইভেন্টস হোস্ট জাকির খানের পরিচালনায় প্রেস ব্রিফিংয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টিজ এর সাবেক প্রেসিডেন্ট শাহগীর বখত ফারুক, গ্রেটার সিলেট ডেভলাপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিলের চেয়ারপার্সন আতাউর রহমান, সাপ্তাহিক জনমত এর অ্যাসিস্টেন্ট এডিটর মুসলেহ উদ্দিন আহমেদ, সানরাইজ স্পেকট্রাম রেডিওর সম্পাদক মিসবাহ জামাল, অ্যাওয়ার্ডস টাইটেল স্পন্সর ইউরো ফুড্স গ্রুপ ইউকের বিজনেস ডেভেলপমেন্ট এক্সেকিউটিভ শাহ আসাদ আলী ও চ্যারিটি পার্টনার হিউম্যান আপিল এর ফান্ডরাইজিং কো-অর্ডিনেটর ওভাইস মুঘল।
এসময় ‘ইউরো ফুডস গ্রুপ’ এর ডিজাইনার ইকবাল হোসাইন, সানরাইজ’র নির্বাহী সম্পাদক নুমান আহমেদ, সিনিয়র রিপোর্টার হাসনাত চৌধুরী, সিনিয়র রিপোর্টার ফজলু মিয়া, ইভেন্টের চিফ ফটোগ্রাফার খালিদ হোসাইন, ফটোগ্রাফার ফারহান রাশিদসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অ্যাওয়ার্ডস অনুষ্ঠানটি ইনভাইটেড অনলি। তবে ইভেন্টস এ জয়েন করতে আগ্রহীরা নিচের লিংকে ক্লিক করে ব্যক্তিগত, গ্রুপ ও ফুল টেবিল বুকিং এর মাধ্যমে রেজিস্ট্রেশন করে অংশ নিতে পারবেন।
event.thesunrisetoday.com/registration