স্টাফ রিপোর্টার: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশব্যাপী শতাধিক শিক্ষার্থী নিহতদের বিচার , সরকারি চাকরিতে বিদ্যমান কোটা ব্যবস্থা বাতিল এবং সরকারের পদত্যাগের দাবিতে লন্ডনে শুক্রবার বিক্ষোভ সমাবেশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনাল (ইআরআই)।
শুক্রবার ১৯ জুলাই পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে প্রাথমিক সমাবেশের পর সংগঠনের নেতা কর্মীরা বাংলাদেশ হাই কমিশন ঘেরাও ও সমাবেশ করতে যায়। সংগঠনের প্রেসিডেন্ট মাহবুব আলী খানশূরের সভাপতিত্বে ও সেক্রেটারী নওশীন মোস্তারী মিয়া সাহেবের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইআরআইয়ের উপদেষ্টা সাংবাদিক হাসান আল জাবেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাওলানা শামীম। অতিথি বক্তা নিরাপদ বাংলাদেশ চাই ইউ’কের আইন বিষয়ক সম্পাদিকা এডভোকেট রোকসানা আক্তার, সাংবাদিক শাকিল আহমেদ সোহাগ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মোঃ আনোয়ার হোসেন, কমিউনিটি অ্যাক্টিভেট কামরুল হাসান ও ভিডিওতে বক্তব্য দেন আফরোজা আক্তার।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘ জালিম আওয়ামী সরকারের কাছে জনগণের জানমালের কোনো মূল্যই নেই। সরকার ছাত্রসমাজের যৌক্তিক দাবিকে অগ্রাহ্য করে পুলিশ ও দলীয় ক্যাডার লেলিয়ে দিয়ে পাখির মতো গুলি করে নিরীহ ছাত্রদের হত্যা করছে। ফ্যাসিবাদী ও কর্তৃত্ববাদী সরকার পুরো দেশটাকেই রক্তে রঞ্জিত করেছে। স্বৈরাচারী সরকারের এই হত্যাকাণ্ড বর্বরোচিত ও কাপুরুষোচিত।’
উক্ত বিক্ষোভে আরো বক্তব্য রাখেন, ইআরআইয়ের সহ-সভাপতি মোঃ রোকতা হাসান,সহ-সভাপতি ওসমান গনি, সহ-সভাপতি মোঃ ইমাম হোসেন, সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমেদ, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ ফাহিদুল আলম, মাইনোরিটি রাইটস সম্পাদক তাহমিনা আক্তার, অর্থ সম্পাদক মোঃ মাসুদুল হাসান, ক্যাম্পেইন সেক্রেটারি রফিকুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি আবু সালেহ, ক্যাম্পেইন সেক্রেটারি আবু জেহাদ, মিডিয়া বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ রনি, ক্যাম্পেইন সেক্রেটারি শাহিন আহমেদ, ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্রেটারি শাহাদাত হোসাইন, সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি ইরফানুল আলম নিশান, সাবেক ছাত্র নেতা আব্দুল আলী, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আমিনুল ইসলাম, সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি সালে হোসাইন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মেহেদী কাওসার, অ্যাসিস্ট্যান্ট অর্গানাইজিং সেক্রেটারি সোহেল রানা, ইআইআরএর মিডিয়া বিষয়ক সম্পাদক সাংবাদিক ও ব্লগার মোছাঃ শাকিলা শারমিন, সাবেক ছাত্রনেতা ইব্রাহীম আহমেদ , জয়েন্ট সেক্রেটারি আজিজুল রহমান, উইমেন রাইটস সেক্রেটারি তানিয়া বেগম, সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি তানিয়া আক্তার, মাইনোরিটি রাইটস সেক্রেটারি সুমাইয়া কনা, অ্যাসিস্ট্যান্ট অফিস সেক্রেটারি মামুন আহমেদ, অ্যাসিস্ট্যান্ট অর্গানাইজিং সেক্রেটারি তাহিন ইসলাম, অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্স সেক্রেটারি মোজাম্মেল আহমেদ, অ্যাসিস্ট্যান্ট অর্গানাইজিং সেক্রেটারি মোঃ আশরাফুল আলম,মিডিয়া বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ রনি,ইনফরমেশন এন্ড টেকনোলজি সেক্রেটারি ইমদাদুর রহমান ফাহিম,জয়েন্ট সেক্রেটারি ও ব্লগার ইয়াস কাউসার,জাসাস যুক্তরাজ্যের সাবেক ক্রিয়া বিষয়ক সম্পাদক কাজি আহ্সান হাবীব (ফুয়াদ), ঢাকা কলেজ ছাত্রদলের ফার্স্ট জয়েন্ট সেক্রেটারি মাহিবুর রহমান টিপু,ছাত্রদল নেতা ভাবন দেবনাথ, বাংলাদেশ সোসাইটির নর্দামটন ইউনিভারসিটির সভাপতি রাহুল আহমেদ, মানবাধিকার কর্মী সুলতান আহমেদ, মানবাধিকার কর্মী হাবিবুর রহমান, ইআরআইয়ের সদস্য রুবাইয় ফাহমিদা, ইন্তাসির আমির হামিম চৌধুরী হবে, রাজীব কান্তিশীল, জিয়াউর রহমান, রোকন উদ্দিন, কপিল আহমেদ, জাবেদ হাসান, আব্দুল আজিজ,মাহমুদুল হক ইমরান,আরিফুল ইসলাম আরিফ, জহিরুল ইসলাম রকিঅ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তোফায়েল আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক মো: গিয়াস উদ্দিন।
উক্ত বিক্ষোভে উপস্থিত ছিলেন ইআরআইয়ের গুম বিষয়ক সম্পাদক খালেদ আহমেদ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি একেএম রুহুল আমিন সরকার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কাজী মো: এমদাদ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তাম্মাম ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল আলিম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবাদুর রহমান, মাইনোরিটি রাইটস সম্পাদক আইনুদ্দিন,ইআরআইয়ের ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্রেটারি ফায়াজুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াহিদ তালিম, সহকারী সম্পদক ফজল আহমদ, জনসংযোগ সম্পাদক মোঃ মুজাক্কির আলী, সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি মোঃ ছিদ্দিকুর রহমান, মাইনোরিটি রাইট সেক্রেটারি শাকিল আহমদ তুহিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবাদুর রহমান,নরউইচ বি এন পি নেতা শেখ আশরাফুজ্জামান, এক্সিকিউটিভ মেম্বার মোঃ আশরাফুল আলম, সদস্য মো: নাজমুল ইসলাম, সদস্য রেজাউল করিম রাব্বি, সদস্য আহমদ শহীদ তাপাদার, সদস্য তারেক হোসেন, সদস্য আব্দুল মান্নান, ছাত্রদল সদস্য জাহিদুল হাসান, মোঃমিজানুর রহমান,জোমানুল ইসলাম, শিবির নেতা ইমাদুর রহমান ফাহিম, ব্লগার ইয়াস কাউসার, মাইনোরিটি রাইট সেক্রেটারি সৌরভ চৌধুরী, স্বেচ্ছাসেবক দল নেতা হানিফ রাব্বানী মিলাদ, সাপোর্ট বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাকুর রহমান, সাবেক ছাত্রদল নেতা আবু নাসের তানজিম, স্বেচ্ছাসেবক দল ইউকের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ নাসির উদ্দিন, ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনালের সহ-সভাপতি আহমেদ আলী, সাবেক সাবেক ছাত্রদল নেতা আলী আশরাফ, যুবদল নেতা মোঃ হাসনাত আল হাবিব, যুবদল নেতা বুরহান উদ্দিন, সাবেক ছাত্রদল নেতা আলী আশরাফ, সাবেক শিবির নেতা মো: জিল্লুর রহমান সাইমন, সাবেক যুবদল নেতা সদরুল ইসলাম, ছাত্রদল নেতা আবু নাসের তানজিম, ছাত্রদল নেতা মোঃ মোস্তাকুর রহমান, এসিস্টেন্ট সেক্রেটারি তোফায়েল আহমেদ,সিনিয়র জয়েন্ট সেক্রেটারি মাহমুদ হোসাইন, এক্সিকিউটিভ মেম্বার শাহরিয়ার কালাম আজাদ, সাবেক শিবির নেতা ও ইআরআইয়ের গুম বিষয়ক সম্পাদক মোঃ তফুর আহমদ, মোহাম্মদ কামাল হোসেন, সাবেক ছাত্রদল নেত্রী টিনা বেগম প্রমূখ।
সমাবেশে বক্তারা সরকারের তীব্র সমালোচনা করে বলেন, বাংলাদেশের শিক্ষার্থীদের সাথে আমরা সহমত প্রকাশ করছি । সরকার বাংলাদেশর আগামী প্রজন্মকে মেধাশুন্য করার ষড়যন্ত্র করছে । ছাত্র সমাজ এই ষড়যন্ত্রকে প্রতিহত করছে প্রতিবাদের মাধ্যমে। আর এটি এই স্বৈরাচার সরকার মেনে নিতে পারছেনা। তাই সরকারের নির্দেশে পুলিশ নির্বিচারে গুলি চালাচ্ছে শিক্ষার্থীদের উপর। আমরা প্রবাসীরা জানিয়ে দিতে চাই, শুধু বাংলাদেশে নয় বিশ্বের প্রতিটি দেশ হতে প্রবাসী বাংলাদেশীরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। শুধু কোটা সংস্কার নয় আমরা এই বিনা ভোটের সরকার এর পদত্যাগের দাবি জানাচ্ছি।