নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল ঘিবা সীমান্ত থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় দুই নাগরিককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৯ সেপ্টেম্বর) গভীর রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ভারতের মহারাষ্ট্রের কুসুম লাক্সম্যান গাওয়ান্ড ও তার পাঁচ বছরের মেয়ে গৌরী লাক্সম্যান গাওয়ান্ড। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।
বিজিবি জানায়, ঘিবা সীমান্তের শাখারীপোতা বাজার এলাকায় টহল পরিচালনাকালীন সন্দেহজনকভাবে সীমান্ত সড়ক দিয়ে গমনকারী একটি ইজিবাইকে থাকা দুইজন যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা ভারতীয় নাগরিক বলে স্বীকার করলে বিজিবি তাদেরকে গ্রেপ্তার করে।
তারা গত ১৭ জুলাই অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশ সীমান্ত অনুপ্রবেশ করে। তাদেরেক অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে মামলা দিয়ে বেনাপোল পোর্টথানায় হস্তান্তর করা হয়েছে।