ত্রিপুরা নিউজ ডেস্ক: আন্তর্জাতিক ব্যবসায় সংগঠন ইন্দো-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের(আইবিসিসিআই) ত্রিপুরা চ্যাপ্টারের পক্ষ থেকে মঙ্গলবার আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের সহকারী হাই কমিশনার আরিফ মোহম্মদকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
রাজধানী আগরতলায় আয়োজিত এই সংবর্ধনাজ্ঞাপন অনুষ্ঠানে সহকারী হাই কমিশনার আরিফ মোহম্মদ ছাড়াও উপস্থিত ছিলেন সহকারী হাইকমিশনের প্রথম সচিব রেজাউল হক চৌধুরী, আগরতলার আখাউড়ার সীমান্তের ইন্টিগ্রেটেড চেকপোষ্টের ম্যানেজার দেবাশিষ নন্দী, ইন্দো-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের ত্রিপুরা চ্যাপ্টারের সভাপতি রতন সাহা, সম্পাদক সুজিত রায়সহ সংগঠনের সদস্যরা।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ প্রথমেই মুক্তিযুদ্ধে ত্রিপুরাবাসীর অবদানের কথা স্মরণ করেন এবং এর জন্য ত্রিপুরার মানুষকে ধন্যবাদ জ্ঞাপন করেন। ভারতবর্ষ এমন একটি দেশ যারা বাংলাদেশের জন্মলগ্ন থেকে কাছে রয়েছে এবং বাংলাদেশের জন্ম হওয়ার পিছনে ভারত এবং বিশেষ করে ত্রিপুরা রাজ্যের বিশেষ অবদান রয়েছে। তাই ত্রিপুরা রাজ্য কিছু চাইলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা প্রত্যাখ্যান করেছেন বা পুনর্বিবেচনার জন্য পাঠিয়েছেন এমন কোন নজির নেই।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিপুরার জন্য দুই হাত বাড়িয়ে রেখেছেন। তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন ত্রিপুরার মানুষ চাইলে কখনোই না করতে পারেন না। এর চেয়ে বড় পাওয়ার আর কিছুই থাকে না বলে অভিমত ব্যক্ত করেন আরিফ মোহাম্মদ। তিনি আরো বলেন ত্রিপুরা রাজ্যের ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে ব্যবসা সংক্রান্ত সুযোগ-সুবিধা এবং ব্যবসা পরিচালনার ক্ষেত্রে যদি কোন ধরনের অসুবিধার সম্মুখীন হন তাহলে তারা যেন কোন দ্বিধা না করে তাঁকে জানান।
ত্রিপুরা রাজ্যের ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতা করার জন্য তিনি সর্বাত্মক চেষ্টা করবেন। ত্রিপুরা রাজ্যের সার্বিক উন্নয়ন হোক তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে প্রত্যেক বাংলাদেশী নাগরিক চান বলে অভিমত ব্যক্ত করেন। সেই সঙ্গে তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান নিয়মিতভাবে তারা যেন সহকারী হাইকমিশনার সঙ্গে আলোচনা বৈঠক করেন। এই বৈঠকে ব্যবসা সংক্রান্ত সমস্যা নতুন পরিকল্পনা ইত্যাদি বেরিয়ে আসবে।