বিনোদন প্রতিবেদক: বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ আবার শুরু হতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে দেশের শিশু-কিশোরদের প্রতিভা বিকাশ ও সৃজনশীলতাকে আলোকিত করার অন্যতম প্ল্যাটফর্ম ছিল এই অনুষ্ঠান।
মোস্তফা মনোয়ারের প্রযোজনায় ১৯৭৬ সালে বিটিভিতে যাত্রা শুরু হয় নতুন কুঁড়ির। সর্বশেষ আয়োজিত হয়েছিল ২০০৫ সালে। প্রায় দুই দশক পর আবার নতুনভাবে ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছে বিটিভি। ইতোমধ্যে প্রতিষ্ঠানটির সোশ্যাল মিডিয়া পেজে প্রকাশ করা হয়েছে নতুন কুঁড়ির লোগো ও টিজার।
বিটিভি সূত্রে জানা গেছে, আগামী ১৫ আগস্ট থেকে অনলাইনে শুরু হবে রেজিস্ট্রেশন। পুরো দেশকে ২০টি অঞ্চলে ভাগ করে বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। নির্বাচিত প্রতিযোগীরা অংশ নেবে মূল প্রতিযোগিতায়।
নতুন কুঁড়িতে এবারের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে একক অভিনয়, দলীয় অভিনয়, লোকনৃত্য, উচ্চাঙ্গ নৃত্য, দেশাত্মবোধক গান, নজরুলসংগীত, রবীন্দ্রসংগীত, লোকগীতি, ছড়া আবৃত্তি, চিত্রাঙ্কন ও গল্প বলার মতো বিষয়ে। প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে দুই বিভাগে—‘ক’ শাখায় ৬ থেকে ১০ বছর এবং ‘খ’ শাখায় ১১ থেকে ১৫ বছর বয়সীদের জন্য।
বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে নতুন কুঁড়ির গুরুত্ব অনস্বীকার্য। এই অনুষ্ঠানের হাত ধরে মিডিয়ায় প্রতিষ্ঠা পেয়েছেন অসংখ্য শিল্পী। এর মধ্যে আছেন তারানা হালিম, তমালিকা কর্মকার, মেহবুবা মাহনূর চাঁদনী, রুমানা রশীদ ঈশিতা, তারিন জাহান, সাবরীন সাকা মীম ও নুসরাত ইমরোজ তিশার মতো জনপ্রিয় তারকা।
অনুষ্ঠানটি শুধু শিশু-কিশোরদের অনুপ্রাণিত করেনি বরং দেশের সাংস্কৃতিক আন্দোলন ও গণমাধ্যম জগতে নতুন প্রজন্মের শক্তিশালী সংযোগ তৈরি করেছে।