আসাম নিউজ ডেস্ক: আসামকে তিনি ‘উড়তা পঞ্জাব’ হতে দেবেন না। ১৭০ বিঘা জমির আফিম চাষ নষ্ট করে দিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বললেন, ‘‘উড়তা অসম পার্টি ভেস্তে দিলাম।’’ একই সঙ্গে মাদক কারবারিদের হুঁশিয়ারিও দিয়ে রাখলেন তিনি।
কয়েক দিন আগে গোয়ালপাড়া জেলায় মাদকবিরোধী অভিযানে নামে পুলিশ। গোপন সূত্রে পুলিশ খবর পায়, নদীর ধারে বিশাল এলাকা জুড়ে চলছে আফিমের চাষ। তার পরই অভিযানে নামে তারা। ২৭ কোটি টাকার আফিম নষ্ট করে দেয় পুলিশ। ট্র্যাক্টর চালিয়ে আফিম গাছগুলিকে নষ্ট করে দেওয়া হয়। আবার জমির বেশ কয়েক জায়গায় আফিম গাছ কেটে ফেলা হয়। বিশাল পুলিশবাহিনীর উপস্থিতিতে আফিম চাষ নষ্ট করে দেওয়া হয়।
রবিবার মুখ্যমন্ত্রী এক্সে বিষয়টি উল্লেখ করেন। তিনি জানান, গোয়ালপাড়া পুলিশ চর এলাকায় ১৭০ বিঘা জমিতে আফিমের গাছ নষ্ট করেছে। যার বাজারদর ২৭ কোটি ২০ লক্ষ টাকা। এর পরই মাদক কারবারিদের উদ্দেশে তাঁর মন্তব্য, ‘‘অসমে মাদকের ব্যবসার চেষ্টা করবেন না।’’
মুখ্যমন্ত্রী হিমন্তের কণ্ঠে ‘উড়তা অসম’-এর কথা উঠতেই ‘উড়তা পঞ্জাব’ প্রসঙ্গ চলে আসে। পঞ্জাবে কী ভাবে মাদক ব্যবসা হয়, তরুণ প্রজন্ম কী ভাবে মাদকাসক্ত হয়ে পড়ছে, সেই বাস্তব চিত্র তুলে ধরা হয়েছিল ২০১৬ সালে অভিষেক চৌবে পরিচালিত, শাহিদ কপূর অভিনীত ‘উড়তা পঞ্জাব’ ছবিতে। মাদক কারবার এবং কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে পঞ্জাব। গত জানুয়ারিতে আপ সরকারের বিরুদ্ধে সরব হয় বিজেপি। রাজ্য বিজেপির সভাপতি অরবিন্দ খন্নার অবিযোগ, গত তিন বছরে পঞ্জাবে মাদক ব্যবসার রমরমা বেড়েছে।