পবিত্র হজযাত্রার জন্য বিহার থেকে আবেদন করেছিলেন ৪৮৫৯জন
২০২০-র হজযাত্রা বাতিল করল বিহার হজ কমিটি৷ মঙ্গলবারই জানিয়ে দেওয়া হয় যে, করোনা সংক্রমণের ফলে এই বছর হজযাত্রা অনুমতি দেওয়া হচ্ছে না৷
বিহারের হজ কমিটির আধিকারিক রশিদ হুসেইন জানান যে, হজের আর মাত্র ১৫দিন বাকি৷ লকডাউনেক জন্য পুরো টাকাও নেওয়া যায়নি যাত্রীদের থেকে৷ প্রস্তুতিও সম্ভব হয়নি৷ এর মধ্যে হজ নিয়ে সৌদি আরব থেকেও আসেনি কোনও নির্দেশ৷
এবার বিহার থেকে মোট ৪৮৫৯জন হজে যাওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন৷ তবে বিদেশ যাত্রা অনিশ্চিত হওয়ার কারণে অনেকে আবার তা বাতিল করাও শুরু করেছিলেন৷ এর মধ্যে প্রায় ১৪০জন অনলাইনে হজযাত্রা বাতিলের আবেদন জানিয়েছেন৷
হজ বাতিলের ফলে সব আবেদনকারীর টাকা ফেরত দেওয়া হবে বলেই জানান রশিদ৷ কেন্দ্রীয় হজ কমিটির নির্দেশ অনুযায়ী সব কাজ হবে বলে জানানো হয়েছে৷
অন্যান্য রাজ্যের মত বিহারেও খুলেছে ধর্মস্থান৷ তবে সব জায়গার সামাজিক দূরত্বের রীতি মেনেই চলছে আরাধনা৷ তবে একইভাবে দেশের অন্যান্য রাজ্যের মত বিহারেও করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে৷ মঙ্গলবার নতুন করে ২০৮জন সংক্রমিত হয়েছেন৷ নিউজ১৮