কাজে আরও গতি আনতে হবে। সামাজিক প্রকল্পের ফাইল দ্রুত ছাড়তে হবে। এমনকী আটকে রাখা যাবে না উন্নয়নের কাজ। এই মর্মে নবান্নের উচ্চপদস্থ আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নির্দেশের পরই প্রশাসনের শীর্ষ কর্তারা বৈঠকে বসতে চলেছেন। সেই বৈঠকে একদিকে সামাজিক প্রকল্প অন্যদিকে রাজ্যের উন্নয়ন নিয়ে আলোচনা হবে বলে সূত্রের খবর।
নবান্ন সূত্রে খবর, বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয় গড়ে তুলতে চালু করা হয়েছে সমন্বয় পোর্টাল। কারণ যে সমস্ত কাজ বকেয়া রয়েছে তা বিস্তারিত জানতেই এই পোর্টালের উদ্যোগ নেওয়া হয়েছে। এই পোর্টাল দিয়েই সব দফতরের বকেয়া কাজ সেরে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। তাই আগামী ৩ মার্চ বৈঠকে বসতে চলেছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।
জানা গিয়েছে, এই বৈঠকের আগে অবশ্য আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন মুখ্যসচিব। সেটা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে। এই পরীক্ষা গোটা রাজ্যে সুচারুভাবে করতে জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করবেন তিনি। কোনও বিশৃঙ্খলা এবং অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয় তার জন্যই এই বৈঠক।
সূত্রের খবর, এই সামাজিক প্রকল্প, মানুষের সমস্যা এবং রাজ্যের উন্নয়ন নিয়ে নানা অভিযোগ জমা হয়েছে মুখ্যমন্ত্রীর দফতরের গ্রিভান্স সেলে। সেখানের পড়ে থাকা অভিযোগগুলি নিয়েও আলোচনা হতে পারে। এমনকী মুখ্যমন্ত্রীর গ্রিভান্স সেলে আসা অভিযোগগুলির সমাধান যাতে তড়িঘড়ি হয় তা নিয়েও আলোচনা হবে।