আরাকান নিউজ ডেস্ক: মিয়ানমারের মংডুতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) রিজিয়ন কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সীমান্ত সম্মেলনে কারাভোগ শেষ করা চার বাংলাদেশিকে ফেরত দিয়েছে মিয়ানমার। গতকাল বুধবার (২ জুন) বিকাল ৫টায় মিয়ানমারের মংডু টাউনশীপে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আড়াই বছর পর অনুষ্ঠিত সীমান্ত সম্মেলনে ১৬ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিবি কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাজম উস সাকিব।
অপরদিকে মিয়ানমার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ১ বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এইচ্টেট লুইন।
সীমান্ত সম্মেলন শেষে দেশে ফিরে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন সদরে রাত ৮টায় এক সংবাদ সম্মেলনে প্রতিনিধি দলের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল নাজম উস সাকিব জানান, দুই দেশের সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাপনা ও বর্তমান সীমান্ত পরিস্থিতি নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
সীমান্তে মাদক পাচার সম্পর্কে নাজম উস সাকিব বলেন, আমরা মাদক পাচারে উদ্বেগের কথা জানাই। তখন মিয়ানমার প্রতিনিধি দল মাদকের বিরুদ্ধে নিজেদের শক্ত অবস্থানের কথা জানান এবং ভবিষ্যতে সীমান্তে আরো কঠোর অবস্থানের আশ্বাস দেন। এছাড়া সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা ও সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দুই দেশের ‘হেড অব ডেলিগেশন’ এক সঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে।
ব্রিগেডিয়ার সাকিব আরো জানান, সীমান্ত সম্মেলনে মিয়ানমারে কারাভোগ করা চার বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। নাফ নদী ও সাগরে মাছ শিকারে গিয়ে অসতর্কতায় বা দূর্ঘটনাবশত আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে মিয়ানমার সীমান্তে প্রবেশ করা বাংলাদেশি নাগরিকদের দ্রুত ফেরত দেওয়ার বিষয়ে দুই দেশের বর্ডার লিঁয়াজো কমিটি (বিএলও) এর কার্যক্রম সক্রিয়করণে আলোচনা হয়। এছাড়া বাংলাদেশ মিয়ানমার সীমান্তে যৌথ সমন্বিত টহল পরিচালনা ও পিলার পরিদর্শনে সম্মতি প্রকাশ করেন উভয় দেশ।
সীমান্ত সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- রামু সেক্টর কমান্ডার কর্নেল মো. আজিজুর রউফ, কর্নেল হাসনাত আহমেদ, টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মুহাম্মদ ইফতেখার, পররাষ্ট্র মন্ত্রনালয়ের প্রতিনিধি মো. আরিফুর রহমান, স্বরাষ্ট্র মন্ত্রণালের ডেপুটি সেক্রেটারি মোহাম্মদ রাশেদ হোসাইন চৌধুরী, লেফটেন্যান্ট কর্নেল মো. মোহতাসিন বিল্লাহ শাকিল, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাহিদ হোসাইন, লেফটেন্যান্ট কর্নেল তারিক কবির, লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান কবির, লেফটেন্যান্ট কর্নেল শরীফ আহমেদ, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান, মেজর মো. ইসরাফিল আলম।