ত্রিপুরা নিউজ ডেস্ক: ত্রিপুরার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিজেপি সর্ব ভারতীয় সভাপতি জে পি নড্ডার সাথে বৈঠক সেরে ফিরলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ত্রিপুরার ফেরার পথে বিমান বন্দরে দলের উপনির্বাচনে প্রভারী কৈলাশ বিজয়বর্গীয়-র সাথেও একপ্রস্থ আলোচনা সেরেছেন তিনি। ওই সময় সাথে ছিলেন বিজেপির ত্রিপুরার প্রভারী সাংসদ বিনোদ সোনকর।
সামাজিক মাধ্যমে বিপ্লব লেখেন, আজ ত্রিপুরার বিধানসভা উপনির্বাচনের প্রভারী তথা ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয়-র এবং বিজেপি ত্রিপুরার রাজ্য প্রভারী বিনোদ সোনকরের সঙ্গে নির্বাচনের রণকৌশন নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।ত্রিপুরায় মুখ্যমন্ত্রীর পদ থেকে বিপ্লব কুমার দেবের পদত্যাগের পর থেকে বিতর্ক পিছু ছাড়ছে তাঁর। তবে, কেন্দ্রীয় নেতৃত্ব ত্রিপুরায় সংগঠন মজবুত করার জন্য বিপ্লবের উপর অনেকটাই নির্ভরশীল তা বোঝা যাচ্ছে। সূত্রের খবর, উপনির্বাচনের প্রচারে নয়া কৌশল নিয়ে বিপ্লব এখন মাঠে দাপিয়ে বেড়াবেন। অবশ্যই, চারটি আসনে বিজেপির জয় নিশ্চিত করার জন্য নিজের সর্বোচ্চ উজাড় করে দেবেন। কারণ, উপনির্বাচনে সামান্য ক্ষতি ২০২৩ বিধানসভা নির্বাচনে বিরাট প্রভাব ফেলবে, তা অস্বীকার করার সুযোগ রয়েছে বলে মনে হচ্ছে না।





