পশ্চিমবঙ্গ নিউজ ডেস্ক: : কোচবিহারের হস্তশিল্পীদের তৈরি নানা সামগ্রী এবার বাংলার অন্যতম পুরোনো নিজস্ব ব্র্যান্ড ‘তন্তুজ’ কিনে নেবে। এজন্য ১৫ ও ১৬ জুলাই কোচবিহারে বিশেষ বিক্রয়করণ শিবির অনুষ্ঠিত হবে। সেখানে জেলার বাছাই করা হস্তশিল্পীরা তাঁদের শিল্পকর্ম নিয়ে হাজির হবেন। সেখানে ‘তন্তুজ’-এর টিম উপস্থিত থাকবে। তাঁরা ওই শিবির থেকে সামগ্রী কিনবেন।
কোচবিহার জেলা শিল্পকেন্দ্রের জেনারেল ম্যানেজার খুরশেদ আলম বলেন, ‘এখানে রাজ্যের বিভিন্ন জায়গার হস্তশিল্পী রয়েছেন। তাঁরা বিভিন্ন মেলায় তাঁদের হাতে তৈরি বিভিন্ন জিনিস বিক্রি করেন। এবার তন্তুজে তাঁদের সেই শিল্পকর্ম দেওয়ার সুযোগ এসেছে। এতে নতুন শিল্পীরা উৎসাহিত হবেন। হস্তশিল্পীরা ভালো বাজার পাবেন। রোজগারের একটি নতুন পথ খুলবে।’
কোচবিহার জেলা প্রশাসন ও জেলা শিল্পকেন্দ্র এই উদ্যোগ নিয়েছে। কোচবিহারের জেলা শিল্পকেন্দ্রে এই শিবির হবে। সেখানে জেলার ৫০ জন হস্তশিল্পী আসবেন। শীতলপাটি ও তা থেকে তৈরি বিভিন্ন জিনিস, বাঁশের তৈরি ঘর সাজানোর সামগ্রী, পাটের তৈরি পাপোশ প্রভৃতি থাকবে। তন্তুজের তিন থেকে চারজন আধিকারিক সেদিন উপস্থিত থাকবেন। তাঁরা সেখান থেকে বাছাই করা শিল্পসামগ্রী কলকাতায় নিয়ে যাবেন। তারপর তাঁদের ব্র্যান্ডের অধীনে তা রাজ্যের নানা প্রান্তে বিক্রি হবে বলে খবর।
তন্তুজ রাজ্যের ক্ষুদ্র শিল্প দপ্তরের অধীনে। মূলত তাঁতের শাড়ি এই সংস্থা বিক্রি করে। এই শাড়ির চাহিদা দেশজুড়ে। ব্র্যান্ড ভ্যালুও যথেষ্ট। রাজ্যের নানা প্রান্তে এখন তাঁদের কেন্দ্র। তবে শাড়ির পাশাপাশি তাঁরা এখন হস্তশিল্পের সামগ্রী বিক্রি করছেন। অনলাইনে অনেক নামীদামি সংস্থা তাঁদের জিনিস বিক্রি করে। কোচবিহারের হস্তশিল্পীদের তৈরি সামগ্রী তন্তুজের সঙ্গে জুড়লে তা এক নতুন দিশা পাবে। এই প্রথম কোচবিহারের হস্তশিল্পীরা এত বড় একটি সংস্থার সঙ্গে জুড়তে চলেছেন। সূত্র: উত্তরবঙ্গ সংবাদ