লন্ডন, ১৯ মার্চ: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর সৃষ্টিকর্ম সংগ্রহ ও সংরক্ষণ; বিশ্বব্যাপী নজরুলচর্চা ছড়িয়ে দেওয়া; কবির সাহিত্য, সংগীত ও সামগ্রিক অবদান সম্পর্কে গবেষণা; দেশীয় সংস্কৃতির বিকাশ ও উৎসর্গ সাধন এবং কবির ভাব-মূর্তি বিশ্ববাসীর কাছে উজ্জ্বলরূপে তুলে ধরার লক্ষ্যে গঠিত হয়েছে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কালচারাল সেন্টার যুক্তরাজ্য’।
গত ১৭ মার্চ, সোমবার সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ‘এমাদুর রহমান এমাদ’ কে আহবায়ক এবং ‘মাহবুবুর রহমান শিবলু’কে সদস্য সচিব করে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কালচারাল সেন্টার যুক্তরাজ্য’এর ৬৭ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট এর নির্বাহী পরিচালক গীতিকবি মো: লতিফুল ইসলাম।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- আলাউর রহমান, রওশন আরা মণি, আরিয়ান খান, মুহাম্মাদ শরীফুজ্জামান, সিদ্দিকুর রহমান শামিম, তাজুল ইসলাম, এস এম রফিক, এম আরিফ আহমেদ, মোঃ মাহী, ফয়ছল আহমেদ, জাহাঙ্গীর হোসেন, শাহনেওয়াজ জুয়েল, কামাল হোসাইন, হাবিবুর রহমান বাবলু, এম এ রহিম, কাহার সালাম, ওয়াহিদুর রহমান, শামসুল ইসলাম, পলি রহমান, রোকসানা হাসি সোনিয়া, শাহনাজ সুলতানা, হোসাইন রনি আরাত, মোঃ ইফতাক আহমেদ রাসেক, খাইরুল হানিফ সম্রাট, ময়নুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর হোসাইন, এনামুল হাসান হাবিব, মোঃ হাহাদ হাসান, মাহিদুর রহমান টিপু, আসরাফ হোসেন রোপন, সাদিয়া আফরোজ চৌধুরী, হাসি রাণী, শতাব্দী রয়, সাজেদা কামাল শেফালি, বাপিতা রায়, অনুরাহা বৈভব মালঞ্চ, তাহামিন আক্তার শিপু, শংকরী চন্দ, অনু দেব, অপু ইসলাম, এম এ রহমান মীর, তানিম আহমেদ, হাসান আহমেদ, রিজান আহমেদ, সৈয়দ আহমেদ, কামরুজ্জামান চৌধুরী, মোহাম্মদ মুজিবুর রহমান, মোঃ ফরহাদ আলম, মোহাম্মদ মিনহাজুল আবেদিন রাজা, বেলাল খান, আবু তাইয়েব, মোঃ মুসা আব্দুল হাই, জাহিদুল হক মোমেন, আবুল কাশেম বিরল, কাওসার মুন্সি, মোঃ শামস মাহমুদ, মোঃ শওকত হোসেন, আনজুম, মোঃ কামরুল হাসান ভূঁইয়া, পারভেজ মোশারফ, ফয়সাল আহমেদ, সাজমিন আক্তার পারুল, আব্দুল্লাহ আল মামুন, আবুল হোসেন আলম ও সোনিয়া তাসনিম।

এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কালচারাল সেন্টার যুক্তরাজ্য’এর নবগঠিত কমিটির আহবায়ক এমাদুর রহমান এমাদ বলেন, ‘কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। বাংলাদেশি ও বাঙালির চেতনায় নজরুল বিদ্যমান। আমাদের সাহিত্যের ও সংস্কৃতির পরিমন্ডলের প্রতি শাখায় উপশাখায় নজরুল অবিচ্ছেদ্য অংশ। আমাদের প্রতি আন্দোলনে প্রতি সংগ্রামে প্রতি বিপ্লবে নজরুল ছিলেন প্রেরণার উৎস। কী সাম্যে, কী দ্রোহে, কী প্রেমে, কী মুল্যবোধে, কী দেশপ্রেমে, সব জায়গায় আমরা নজরুলকে খুঁজে পাই। তাই নজরুল আন্দোলনের বিকল্প নাই। একঝাঁক তরুণ, কর্মঠ, উদ্দমী সংগঠক, শিল্পী, সাহিত্যিক ও সাংবাদিকদের নিয়ে শুরু হলো আমাদের পথচলা। আমাদের সবার চেতনায় ও প্রেরণায় নজরুল। জাতীয় কবি কাজী নজরুল ও নজরুল আন্দোলনকে বিশ্বব্যাপি ছড়িয়ে দিতেই আমাদের এ প্রয়াস। আমি সুদুর যুক্তরাজ্য নজরুল আন্দোলনকে এগিয়ে নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইন্সটিটিউট’ এর নির্বাহী পরিচালক কথা সাহিত্যিক, উপন্যাসিক ও গীতিকবি জনাব মো: লতিফুল ইসলাম শিবলী ভাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। যুক্তরাজ্যে ও ইউরোপের মাটিতে নজরুল আন্দোলন ছড়িয়ে দিতে আমরা কমিউনিটির সকল মানুষের সহযোগীতা ও দোয়া চাই।