আসাম নিউজ ডেস্ক: আসামের রাজধানী শহর গুয়াহাটিতে অদূর ভবিষ্যতে আরও তিনটি ফ্লাইওভার তৈরি করা হবে। রাজ্যের মন্ত্রিসভা মহানগরে তিনটি নতুন ফ্লাইওভার নির্মাণের অনুমোদন দিয়েছে।
এমনটাই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শিলচরে অসম মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ফ্লাইওভারগুলো মহানগরের ডাউন টাউন হাসপাতালের কাছে, ফাটাশিল গড়চুক এবং কুমারপাড়া-ফাটাশিল এলাকায় নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগেও কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি আসামে বেশ কয়েকটি নতুন প্রকল্প ঘোষণা করেছিলেন। প্রকল্পগুলির মধ্যে রয়েছে আসাম জুড়ে কমপক্ষে দশটি ফ্লাইওভার এবং রোড-ওভার ব্রিজ নির্মাণ।
কাথিয়াতলী, বোরঘাট, ডিমৌ, রহা ও বাইহাটায় নতুন সেতু ও ফ্লাইওভার তৈরির পরিকল্পনা রয়েছে।
আসামের শিমলাগুড়ি, বঙ্গাইগাঁও রিফাইনারি, চাপাগুড়ি, পাঠশালা এবং জাগিরোড এ ও ফ্লাইওভার এবং সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে।