আসাম নিউজ ডেস্ক: গুয়াহাটি মহানগরকে খুব শীঘ্ৰই আরও সম্প্ৰসারিত করা হবে। বৃহস্পতিবার একথা জানালেন অসমের মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শর্মা। মহানগরকে পূৰ্বে জাগিরোড পর্যন্ত বাড়ানো হবে, পশ্চিমে পলাশবাড়ি অবধি সম্প্ৰসারণ করা হবে।
মুখ্যমন্ত্ৰী শর্মা আরও জানিয়েছেন জাগিরোড এবং পলাশবাড়ি উভয়কেই গুয়াহাটি থেকে ৮-লেনের মহাসড়কের সাথে সংযুক্ত করা হবে।
এদিন সংবাদ মাধ্যমের সামনে ঘোষণা করেছেন- “আমরা গুয়াহাটি এবং জাগিরোডের মধ্যে একটি ৮-লেনের সুপার হাইওয়েও তৈরি করবো।,”
গুয়াহাটি অসমের বৃহত্তম শহর এবং উত্তর-পূর্ব ভারতের মধ্যে বৃহত্তম মহানগর হবে।
অসমের রাজধানী দিসপুর, গুয়াহাটির মধ্যে সার্কিট সিটি অঞ্চলে রয়েছে। গুয়াহাটি ব্রহ্মপুত্র নদীর তীরে এবং শিলং পাহাড়ের পাদদেশে অবস্থিত, পশ্চিমে গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর এবং পূর্বে রয়েছে নারেঙ্গি। উত্তর গুয়াহাটি এলাকা, ব্রহ্মপুত্রের উত্তর তীর পর্যন্ত, ধীরে ধীরে শহরের সীমানায় অন্তর্ভুক্ত করা হচ্ছে।
প্ৰসঙ্গত উল্লেখ্য যে, গুয়াহাটিকে “উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার” হিসাবেও উল্লেখ করা হয়।





