- আর্জেন্টিনার ইতিহাস গড়া জয়
ক্রীড়া ডেস্ক: কোপা আমেরিকার ফাইনালে বেশ কঠিন পরীক্ষাই দিতে হয়েছে আর্জেন্টিনাকে। ফাইনাল ম্যাচের শুরু থেকেই ছিল চরম নাটকীয়তা। দর্শকদের চরম বিশৃঙ্খলার কারণে খেলা শুরু হয় ১ ঘণ্টা ১০ মিনিট পর। এরপর খেলা শুরু হলেও প্রথমার্ধে লিওনেল স্কালোনির শিষ্যদের উপর। ম্যাচের দ্বিতীয়ার্ধে চোট নিয়ে মাঠ ছাড়েন লিওনেল মেসি। তার বদলি হিসেবে নামা নিকো গঞ্জালেস এরপর গোলের দেখা পেলেও অফসিয়াডের কারণে তা বাতিল হয়।
এদিকে দুই দুলই দ্বিতীয়ার্ধেও গোলের দেখা পেতে ব্যর্থ হওয়ায় ম্যাচ গড়ালো অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়েও আর্জেন্টিনার উপর ছড়ি ঘুরিয়েছে কলম্বিয়াই। একের পর এক আক্রমণে ব্যস্ত রেখেছে আলবিসেলেস্তেদের রক্ষণ। প্রতিপক্ষের আক্রমণ সামলে স্কালোনির শিষ্যরাও গোলের লক্ষ্যে মরিয়া হয়েই লড়াই করেছে।
অবশেষে এল সেই কাঙ্ক্ষিত গোল। ১১২ মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে দিলেন লাউতারো মার্টিনেজ। ডি বক্সের সামনে থেকে লো সেলসো ফ্লিকে বল বাড়িয়ে দেন ডানদিকে থাকা লাওতারোকে। বল পেয়েই এই ফরোয়ার্ড ঢুকে পড়েন বক্সের মধ্যে। তার সামনে ছিলেন কেবল কলম্বিয়ার গোলরক্ষক ভার্গাস। তার মাথার উপর দিয়ে জোরালো শট নিয়ে বল জালে জড়ান ইন্টার মিলানের তারকা মার্টিনেজ। এই গোলেই নিশ্চিত হয় আর্জেন্টিনার ১৫তম কোপা আমেরিকা শিরোপা জয়।
গেলবারের কোপা আমেরিকার শিরোপা জিতে ২৯ বছরের শিরোপা খরা কাটায় আর্জেন্টিনা। তারপর বিশ্বকাপ জয়। এরপর আবারও চলতি কোপা আমেরিকার শিরোপা। এই নিয়ে টানা দুইবার আর সবমিলিয়ে ১৬ বার কোপার শিরোপা ঘরে তুলল আলবিসেলেস্তেরা। আর লিওনেল মেসির ইনজুরি সত্বেও এবারের শিরোপা জয়ের বড় অবদান লাউতারো মার্টিনেজ আর এমি মার্টিনেজের।
দীর্ঘকাল আর্জেটিনাকে বলতে গেলে একাই টেনেছেন মেসি। অথচ আর্জেন্টিনার টানা দ্বিতীয় কোপা আমেরিকা জেতায় মেসি থাকলেন পার্শ্বচরিত্র হয়ে। টুর্নামেন্টে সর্বোচ্চ গোল করে আর্জেন্টিনাকে শিরোপা জেতাতে দারুণ অবদান রেখেছেন লাউতারো মার্টিনেজ। ইন্টার মিলানের অধিনায়ক ৬ ম্যাচে ৫ গোল করে জিতে নিয়েছেন এবারের আসরের গোল্ডেন বুট। লাউতারো মার্টিনেজের একমাত্র গোলে শিরোপা গেছে আর্জেন্টিনার ঘরে।
আর্জেন্টিনার ফের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে দারুণ অবদান গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের। কাতার বিশ্বকাপের সেরা গোলরক্ষক এমি কোপা আমেরিকায়ও পেলেন সেরা গোলরক্ষকের গোল্ডেন গ্লাভস। আসরে আর্জেন্টিনার খেলা ছয় ম্যাচের পাঁচটিতেই গোল হজম করেননি মার্টিনেজ।
তবে সেরা খেলোয়াড়ের গোল্ডেন বল আর্জেন্টিনা ঘরে তুলতে পারেনি। কলম্বিয়াকে ফাইনালে তুলতে দুর্দান্ত ফুটবল উপহার দেয়া হামেস রদ্রিগেজই নির্বাচিত হয়েছেন এবারের আসরের সেরা খেলোয়াড়। আসরে ১টি গোল ও ৬টি অ্যাসিস্ট করে সবাইকে পেছনে ফেলেছেন হামেস। মেসির (৭) পর দ্বিতীয় সর্বোচ্চ ৫টি বিগ চান্সও তিনিই তৈরি করেছেন। সব মিলিয়ে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতার পথে হামেসের কোনো প্রতিদ্বন্দ্বীই ছিল না। তবে ২৩ বছর পর দলকে ফাইনালে তুললেও শেষটা রাঙাতে পারেননি তিনি।