১৯৭১ এর ডিসেম্বরের শুরু থেকেই বাংলাদেশের বিজয়ের সুবাতাস বইতে শুরু করে। ৭১ সালের এ দিনে মুক্তিযোদ্ধারা রাজধানী ঢাকাকে দখলমুক্ত করার লক্ষ্যে আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত পাক বাহিনীর বিরুদ্ধে ঢাকার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। গেরিলা যুদ্ধ ছেড়ে সম্মুখ যুদ্ধে অংশ নিতে আরম্ভ করে মুক্তিযোদ্ধারা। চট্টগ্রামের পথে পথে শুরু হয় সম্মুখযুদ্ধ।
চট্টগ্রামে মুক্তিবাহিনী উত্তরে ফটিকছড়ি ও রাউজান থানা এবং দক্ষিণে আনোয়ারার অধিকাংশ স্থান তাদের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। নোয়াখালী থেকে চট্টগ্রামের পথে পথে মুক্তিবাহিনীর গেরিলারা হানাদারদের সঙ্গে খণ্ড খণ্ড ভাবে সম্মুখযুদ্ধে জড়িয়ে পড়ে।
পাক কমান্ডার মোছলেহ উদ্দিন ভালুকা থেকে একদল রাজাকারকে সঙ্গে নিয়ে কাঁঠালি গ্রামে লুটপাট এবং অগ্নিসংযোগ করতে এলে মুক্তিবাহিনীর সেকশন কমান্ডার গিয়াসউদ্দিন এবং ৩ নম্বর সেকশন কমান্ডার আবদুল ওয়াহেদের নেতৃত্বে পরিচালিত অতর্কিত আক্রমণে ৩ পাক হানাদার ও ৭ জন রাজাকার নিহত হয়। আহত হয় পাক সৈন্য। পরে পাক হানাদাররা মৃতদেহগুলো নিয়ে পালিয়ে যায়।