ত্রিপুরা ডেস্ক: পরীক্ষা পিছানোর দাবীতে দীর্ঘ ১ঘন্টার বেশী সময় জাতীয় সড়ক অবরোধ করে রাখলো কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা। পরে আশ্বাসের ভিত্তিতে রাস্তা অবরোধ মুক্ত করেন।আগামি ৭ফেব্রুয়ারি ২০২২ তারিখ থেকে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধীনের বিভিন্ন কলেজের সেমিষ্টার পরিক্ষা নেওয়া হবে।
ছাত্রছাত্রীদের বক্তব্য একটি সেমিষ্টারে ৬ মাস সময় থাকে কিন্তু করোনা পরিস্থিতির জন্য এবছর তারা একটি সেমিষ্টার মাত্র চার মাস সময় পেয়েছেন। ফলে এই কম সময়ের জন্য সিলেবাস পূর্ণকরা সম্ভব নয়। এই অবস্থায় তাদের দাবী তাদেরকে পরীক্ষার প্রস্তুতির জন্য আরো সময় দিতে হবে অথবা পরীক্ষার সিলেবাস কিছুটা কমিয়ে দিতে হবে। এই জন্য তারা নিজ নিজ কলেজের মাধ্যমে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে একাধিকবার লিখিত অনুরোধ জানিয়েছে কিন্তু ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের এই দাবীর বিষয়ে কোন চিন্তাভাবনা করেনি।
তাই বৃহস্পতিবার রাজধানী আগরতলার বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ে যায়। তারা উপাচার্যের সঙ্গে দেখা করতে চায় কিন্তু উপাচার্য তাদের সঙ্গে দেখা করতে রাজি হননি বলে তাদের অভিযোগ। তাই তারা বাধ্য হয়ে ৮নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। একসঙ্গে কয়েকশ ছাত্রছাত্রী রাস্তায় বসে পড়ায় উভয় দিকে যানবাহনের বিশাল লাইন পড়ে যায়।
সড়ক অবরোধের খবর পেয়ে ছুটে যান স্থানীয় আমতলী থানার ওসি’র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। তারা ছাত্রছাত্রীদের সড়ক অবরোধ মুক্ত করার জন্য বলেন কিন্তু ছাত্রছাত্রীরা জানায় যতক্ষণ পর্যন্ত তাদের দাবী না মানা হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। এভাবে দীর্ঘ প্রায় ১ঘন্টার বেশি সময় অচল হয়ে পড়ে থাকে জাতীয় সড়ক।সমস্যায় পড়েন অফিস ও কাজ থেকে বাড়ীফেরা যাত্রীরা।তাদের দাবীর বিষয়টি নিয়ে অলোচনা করা হবে এই আশ্বাসের ভিত্তিতে তারা এদিন জাতীয় সড়ক অবরোধ মুক্ত করেন।





