মাড়ি দিয়ে রক্ত পড়া কোনো অস্বাভাবিক ঘটনা নয়। অনেকে সকালে ঘুম থেকে উঠে মুখে রক্ত দেখতে পায়, অনেকে মনে করে ব্রাশ করার ফলে রক্ত আসে। আবার শক্ত খাবার খেলে অনেকের দাঁতের গোড়া দিয়ে অনবরত রক্ত পড়ার ঘটনা ঘটে। শারীরিক অন্যান্য রোগের কারণেও দাঁতের মাড়ি থেকে রক্ত পড়তে পারে।
স্থানীয় কারণ
মাড়িতে ডেন্টাল প্লাক ও বড় পাথর জমা থাকার কারণে মাড়িতে প্রদাহ সৃষ্টি হয়। ফলে মাড়ি ফুলে যায়। দাঁতের সঙ্গে সংযোগ নষ্ট হয়ে যায়। এই সময় দাঁত ব্রাশ করলে বা শক্ত কোনো খাবার খেলে অথবা সামান্য আঘাতেই মাড়ি দিয়ে রক্ত বের হয়।
এই অবস্থাকে বলা হয় মাড়ির রোগ। যার দুটি স্তর রয়েছে। প্রথম স্তরটি হচ্ছে মাড়ির প্রদাহ এবং দ্বিতীয় স্তরটি হচ্ছে পেরিও ডন্টাইটিস।
শারীরিক অন্য রোগ
► কারো যদি ব্লাড ক্যান্সার থাকে (লিউকোমিয়া)
► লিভারে সমস্যা
► রক্তে প্লাটিলেট বা হিমোগ্লোবিন কম থাকা, যেমন ব্লিডিং ডিস-অর্ডার বা রক্তের ব্যাধি
► হৃদরোগের কারণে বিভিন্ন ধরনের ওষুধ খেলে
► অ্যাসপিরিন-ডিসপিরিনজাতীয় ওষুধ নিয়মিত খেলে
► গর্ভকালীন মায়েদের এক ধরনের হরমোনের কারণে মাড়ি দিয়ে রক্ত পড়ে
প্রতিকার
মাড়ি দিয়ে রক্তক্ষরণকে খুব সহজভাবে দেখলে চলবে না।
এ জন্য রোগীর ইতিহাস, বিভিন্ন রোগের উপস্থিতি ও ওষুধ সেবনের পার্শ্বপ্রতিক্রিয়ার বিষয়গুলো বিস্তারিতভাবে দেখতে হবে। প্রয়োজনে রক্তের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। এ ছাড়া যারা ধূমপান করে, যাদের ডায়াবেটিস আছে তাদের অবস্থাও ঝুঁকিপূর্ণ। ধূমপানের কারণে মাড়িতে প্রদাহ এবং অনিয়ন্ত্রিত ডায়াবেটিকসের কারণে মাড়িতে তীব্র প্রদাহ হয়। ফলে মাড়ি থেকে রক্তক্ষরণ হয়।
► মাড়ির রক্তক্ষরণ প্রতিরোধে প্রতিদিন দুই বেলা সকালে নাশতার পরে ও রাতে খাওয়ার পর ঘুমাতে যাওয়ার আগে দাঁত ব্রাশ করতে হবে।
► ওপরের পাটি থেকে নিচের পাটি এবং নিচের পাটি থেকে ওপরের পাটি এইভাবে ওপর-নিচ বা ঘুরিয়ে ঘুরিয়ে দাঁত ব্রাশ করতে হবে। যাতে দাঁতের প্রতিটি অংশ পরিষ্কার করা যায়।
► প্রতি রাতে একবার ডেন্টাল ফ্লস ব্যবহার করতে হবে।
► প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শে মাউথ ওয়াস ব্যবহার করতে হবে।
► প্রতিদিন ভিটামিন-সি জাতীয় খাবার খেতে হবে।
► ধূমপান বা তামাকজাতীয় খাদ্য বর্জন করতে হবে।
► ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে।
► অন্যান্য রোগের কারণে মাড়ি দিয়ে রক্ত বের হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করতে হবে।
পরামর্শ দিয়েছেন ডা. অনুপম পোদ্দার (অধ্যক্ষ, খুলনা ডেন্টাল কলেজ)