আসাম নিউজ ডেস্ক: প্রস্তাবিত বিমানবন্দরের জন্য চা বাগানের জমি হস্তান্তর নিয়ে আজ প্রশাসনের তরফে গণ শুনানির আয়োজন করা হয়েছিল। এতে প্রায় তিন হাজার শ্রমিক একযোগে এই পদক্ষেপের বিরুদ্ধে আওয়াজ তুলেন । শ্রমিকদের এই ঐক্যবদ্ধ সংগ্রামী ভূমিকাকে অভিনন্দন জানাল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট।
এক প্রেস বার্তায় ফ্রন্টের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় বলেন যে এর থেকে এটা প্রমাণিত যে যেসব ইউনিয়নের নেতারা গত চুক্তিপত্রে স্বাক্ষর করেছিলেন তাঁরা শ্রমিকদের সঠিক প্রতিনিধিত্ব করেন না।আজকের শুনানির ফলাফল তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এবং সেজন্যই এই চুক্তির অন্তরালে কাদের স্বার্থ জড়িত ছিল তারও সঠিক তদন্ত হওয়া দরকার। তিনি বাগান শ্রমিকদের সংগ্রামী ভূমিকাকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে প্রয়োজন হলে ফ্রন্ট তাদের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দেন।
ফ্রন্টের মিডিয়া সেলের আহ্বায়ক হৃষীকেশ দে আজকের ঘটনার পরিপ্রেক্ষিতে সন্তুষ্টি প্রকাশ করে বলেন গণতান্ত্রিক আন্দোলনের এক ঐতিহাসিক নজির সৃষ্টি করলেন ডলু চা বাগানের শ্রমিকরা।অসমের বরাকের মতো প্রান্তিক অঞ্চলের সমস্ত দল সংগঠনকে আজকের ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। একই সাথে তিন ইউনিয়নের নেতা যারা গত চুক্তিপত্রে স্বাক্ষর করেছিলেন তাদের ধিক্কার জানান তিনি। বিডিএফ মিডিয়া সেলের পক্ষ থেকে জয়দীপ ভট্টাচার্য এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন।