হাইলাইটস
- সবচেয়ে আশাজনক বিষয় হল এই ২৪ ঘণ্টার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫০৫ জন মানুষ।
- রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২৩০০। যার মধ্যে অ্যাক্টিভ কেস ৫২৬১ জন।
- রাজ্যে মোট ৪৬টি ল্যাবে এ দিন আরও ৯২২২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ফলে এখনও পর্যন্ত মোট ৩ লক্ষ ৬০ হাজার ৯৭৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলে সরকারিভাবে জানানো হয়েছে।
সাম্প্রতিক সময় করোনা-গড় মঙ্গলবারও ধরে রাখল পশ্চিমবঙ্গ। গত ২৪ ঘণ্টায় বাংলায় আক্রান্ত হয়েছেন ৩৯১ জন, সেইসঙ্গে মৃত্যু হয়েছে ১১ জনের।
তবে, সবচেয়ে আশাজনক বিষয় হল এই ২৪ ঘণ্টার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫০৫ জন মানুষ। বুধবার রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২৩০০। যার মধ্যে অ্যাক্টিভ কেস ৫২৬১ জন। আর এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৬৫৩৩ জন। তবে, নতুন করে আরও ১১ জনের মৃত্যু হওয়ায় এখনও পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫০৬ জন।
দেশের নিরিখেও কলকাতা নিয়ে দুশ্চিন্তা রয়েছে। আর রাজ্যের জেলাগুলির মধ্যে কলকাতার অবস্থা দিন দিন আরও খারাপের দিকে মোড় নিচ্ছে। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, শহরে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১৪৩ জন। ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ হাজার ৮৯ জন; যা রাজ্যের মোট সংক্রমিত ব্যক্তিদের এক-তৃতীয়াংশ। রাজ্যের মধ্যে কলকাতায় করোনায় মৃতের সংখ্যাও সর্বাধিক। এখনও পর্যন্ত মোট ৩০৮ জনের মৃত্যু হয়েছে। হাওড়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় নয়া আক্রান্তের সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েছে। হাওড়াতে আরও ৭২ জন কোভিড আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। উত্তর ২৪ পরগনায় সংখ্যাটা ৪৬ জন। এ ছাড়া দক্ষিণ ২৪ পরগনায় আরও ২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
রাজ্যে মোট ৪৬টি ল্যাবে এ দিন আরও ৯২২২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ফলে এখনও পর্যন্ত মোট ৩ লক্ষ ৬০ হাজার ৯৭৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলে সরকারিভাবে জানানো হয়েছে। অর্থাৎ মোট টেস্টের ৩.৪১ শতাংশ মানুষের রেজাল্ট পজিটিভ এসেছে। সংবাদ সূত্র: এই সময়