সমাচার/মৌসুমী: রাজ্যে দৈনিক সংক্রমণ করলেও উদ্বেগ বাড়ছে শহর কলকাতার সংক্রমনের সূচক। রাজ্যে দৈনিক সংক্রমণ কমলেও কলকাতায় দৈনিক সংক্রমণ আটশোর উপরেই রয়েছে। গত ২৪ ঘন্টায় রাজ্য যেখানে ৩৮৯১ জন আক্রান্ত হয়েছেন সেখানে শহর কলকাতাতেই একদিনে আক্রান্ত হয়েছেন ৮৬৯ জন। কলকাতায় এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮৯,৯৩০ জন। এদিকে রাজ্যে একদিনে সুস্থ হয়ে উঠছেন ৪৪১৫ জন। সেখানে কলকাতায় সুস্থতার সংখ্যা গত একদিনে ৮১০।
ফলে মঙ্গলবার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী সুস্থতার হার বেড়ে হয়েছে ৯০.১১শতাংশ।
অন্যদিকে, রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৩জনের। এদিকে ফের বেড়েছে মোট পরীক্ষিত নমুনা অনুযায়ী সংক্রমিত মানুষের হার। ২৪ ঘন্টায় পরীক্ষিত নমুনার ৮.২৬শতাংশ মানুষ এদিন সংক্রমিত হয়েছেন। মঙ্গলবারের স্বাস্থ্য দফতর বুলেটিন সূত্রে অন্তত খবর এমনটাই।
এখন রাজ্যে সক্রিয় চিকিত্সাধীন করোনা আক্রান্তের সংখ্যা ৩৩হাজার ৪৪৪জন। এই পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪লাখ ১৩হাজার ১১২জন। রাজ্যে মোট করোনা মুক্ত হয়েছেন ৩লাখ ৭২হাজার ২৬৫জন। রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৭,৪০৩জনের।
বর্তমানে কলকাতায় করোনা আক্রান্ত সক্রিয় চিকিত্সাধীন রয়েছেন ৭৬১১জন। এদিকে রাজ্যে সংক্রমনের নিরিখে কলকাতার পরেই রয়েছে উত্তর চব্বিশ পরগনা। একদিনে আক্রান্ত হয়েছেন ৮৪৪জন। সুস্থ হয়ে উঠছেন ৭৫৩জন।
এদিনের বুলেটিনে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় রাজ্যে ৪৪হাজার ১১৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই পর্যন্ত রাজ্যে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫০লাখ ৩হাজার ২০৪টি। এখন রাজ্যে ৯৫টি ল্যাবরেটরীতে নমুনা পরীক্ষা করা হচ্ছে।





