দলে গণযোগদান অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ কল্যাণ পার্টি। কিন্তু পুলিশের বাধায় সে অনুষ্ঠান পণ্ড হয়ে গেছে বলে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়।
জানা গেছে, রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় ‘ফুগল রেষ্টুরেন্ট ও পার্টিসেন্টার’ এ আজ শনিবার বিকাল সাড়ে তিনটায় দলটির ঢাকা মহানগর উত্তর কমিটির উদ্যোগে এ গণযোগদানের অনুষ্ঠান আহ্বান করা হয়। অনুষ্ঠান আয়োজনের আগেই পুলিশের পক্ষ থেকে অনুমোদনও নেওয়া হয়। কিন্তু এরপরও অনুষ্ঠানস্থলের (হলরুম) বিদ্যুত সংযোগ বন্ধ করে দেওয়া হয়।
গণযোগদান অনুষ্ঠান এ প্রধান অথিতি ছিলেন বাংলাদেশ কল্যাণ পার্টি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বীর প্রতীক। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।