স্পোর্টস ডেস্ক: ইসরায়েলের সঙ্গে ভারতের সম্পর্কটা বেশ দহরম মহরম পর্যায়ে রয়েছে। ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বন্ধুত্বটাও বেশ গভীর। তাই বিশ্বকাপ ক্রিকেটকে সামনে রেখে ভারতকে সমর্থন দিতে এক অভিনব প্রচারণা চালানোর অঙ্গীকার করল ইসরায়েল।
ভারতে থাকা ইসরায়েলের অ্যাম্বাসেডর নাওর গিলন শুক্রবার এক চমকপ্রদ প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দেন। এই আয়োজনে সকল ভারতীয়দের কাছে জার্সি ডিজাইনের আহবান জানানো হয়েছে। যারা বিজয়ী হবে তাদেরকে দেওয়া হবে ভারত-ইসরায়েলের বন্ধুত্বস্বরূপ ১৫ জন ভারতীয় ক্রিকেটারের অটোগ্রাফ সম্বলিত একটি জার্সি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’ এ নিজের ভেরিফাইড আইডিতে গিলন লেখেন, ‘সালাম ইন্ডিয়া। আমরা অ্যাম্বাসির সবাই ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল নিয়ে বেশ রোমাঞ্চিত। এবং আমরা সবাই ভারতকে সমর্থন দিচ্ছি। আমরা আপনাদেরকে ১৫ জন ক্রিকেটারের স্বাক্ষরসম্বলিত ভারত-ইসরায়েলের বন্ধুত্বের শোকেসিং জার্সি উপহার দিবো।’
ইসরায়েলের এই বন্ধুত্বপূর্ণ মনোভাবে ভারতের সঙ্গে আরো দৃঢ় সম্পর্ক স্থাপিত হবে বলে আশা ব্যক্ত করেছেন ভারতীয় ক্রিকেট সমর্থকরা।