সোনালি, পাটনা: এবার বিহার বিজেপির মুখপাত্রকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। বুধবার দিনে-দুপুরে প্রকাশ্যে এমন ঘটনা ঘটায় আতঙ্কে স্থানীয়রা। ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে, বিজেপি নেতা আজফর শামসি (৫৮) মুঙ্গের জেলার জামালপুর কলেজের অধ্যাপক। কলেজ চত্বরে এদিন সকাল সাড়ে ১১টা নাগাদ পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় বিজেপি নেতাকে। মৃতের নাম আজফার সামসি। তিনি বিহার বিজেপির অন্যতম মুখপাত্র। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা।
ঘটনায় মূল অভিযুক্ত লালনপ্রসাদ সিংকে গ্রেপ্তার করেছে পুলিশ। লালনপ্রসাদ জামালপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।