পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ী অমর্ত্য সেন। তার পরিবারের বিরুদ্ধে অবৈধভাবে ক্যাম্পাসে জমির মালিকানার অভিযোগ এনেছে বিশ্বভারতী। এমন অভিযোগের প্রেক্ষিতে অমর্ত্য সেনকে সমর্থন জানিয়েছেন মমতা। তিনি অমর্ত্য সেনকে চিঠি লিখেছেন। এ জন্য সোমবার তার প্রতি ধন্যবাদ জানিয়েছেন নোবেলজয়ী অমর্ত্য সেন। তিনি মমতার সমর্থন প্রসঙ্গে বলেছেন, তার শক্তিশালী কণ্ঠস্বর শক্তির অসাধারণ উৎস। এমন ধন্যবাদ জানিয়ে মমতাকে পাল্টা চিঠি লিখেছেন অমর্ত্য সেন। এ খবর দিয়েছে ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআই।
এতে মমতা বন্দ্যোপাধ্যায় তার ব্যস্ত শিডিউলের মধ্যে সময় বের করার জন্য এবং আক্রমণের মুখে থাকা মানুষকে নিশ্চয়তা দেয়ার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন অমর্ত্য সেন। তিনি চিঠিতে লিখেছেন, আপনার চমৎকার সমর্থন ব্যক্ত করা চিঠি পেয়ে আমি ভীষণ খুশি। আপনি যে ব্যস্ত জীবন যাপন করেন তা সত্ত্বেও আপনি আক্রমণের মুখে থাকা মানুষকে নিশ্চয়তা দেয়ার সময় বের করেন। এতে আমি খুব বেশি আবেগতাড়িত। কি ঘটতে যাচ্ছে সে বিষয়ে আপনি অনুধাবন করতে পেরেছেন পুরোপুরি। এ সময়ে আপনার সুদৃঢ় কণ্ঠস্বর আমার জন্য বিস্ময়কর শক্তির উৎস। আপনার অত্যন্ত আবেগঘন উষ্ণ চিঠির গভীর প্রশংসা করে আমি এই চিঠি পাঠাচ্ছি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার থেকে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে ভারতে। ওইদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বভারতীর শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এ সময় মিডিয়ায় রিপোর্ট প্রকাশিত হয় যে, পশ্চিমবঙ্গ সরকারের কাছে বিশ্বভারতীয় চিঠি লিখেছে। তাতে অভিযোগ করা হয়েছে, কয়েক ডজন জমি, যার মালিক বিশ্ববিদ্যালয়, তা অন্যায়ভাবে অমর্ত্য সেনসহ বেসরকারি বিভিন্ন নামে রেকর্ড করা হয়েছে। জবাবে অমর্ত্য সেন বলেছেন, যে জমির ওপর তার বাড়ি, তা দীর্ঘদিন ধরে লিজ নেয়া হয়েছে। সেই লিজ এখনও শেষ হয়ে যায়নি। মিডিয়ার এ রিপোর্টে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা। তিনি বলেন, অমর্ত্য সেন বিজেপি বিরোধী আদর্শ পোষণ করেন। তাই বর্তমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার বিরুদ্ধে এমন বিদ্বেষপূর্ণ আক্রমণ করেছে। এজন্য রাজ্যের পক্ষ থেকে অমর্ত্য সেনের প্রতি দুঃখ প্রকাশ করেন মমতা এবং তাকে একটি চিঠি লেখেন। এতে তিনি মমতাকে তার ‘বোন ও বন্ধু’ হিসেবে বিবেচনার আহ্বান জানান।
উল্লেখ্য, বিশ্বভারতীর ভাইস চ্যান্সেলর ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষে কাজ করছে বলে অভিযোগ করেছেন অমর্ত্য সেন। তিনি বলেছেন, কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের ওপর ক্রমবর্ধমান হারে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে। অমর্ত্য সেনের প্রতি সমর্থন জানাতে রোববার বিভিন্ন ক্ষেত্রের বুদ্ধিজীবীরা কলকাতার রাস্তায় বিক্ষোভ করেছেন। এতে অংশ নিয়েছেন কবি জয় গোস্বামী, সুবোধ সরকার, গায়ক কবির সুমন, পেইন্টার যোগেন চৌধুরী, সুভপ্রসন্ন, থিয়েটার ব্যক্তিত্ব-কাম মন্ত্রী ব্রাত্য বসু ও অন্যরা।