আন্তর্জাতিক ডেস্ক: আলাস্কায় বৈঠকের সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সামরিক শক্তির বার্তা দিল যুক্তরাষ্ট্র। শুক্রবার (১৫ আগস্ট) পুতিন ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের মুহূর্তে আকাশে গর্জে ওঠে মার্কিন বি-২ স্পিরিট স্টেলথ বোমারু বিমানসহ কয়েকটি যুদ্ধবিমান।
ঘটনাস্থলের ২২ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, লালগালিচা ধরে ট্রাম্প ও পুতিন মঞ্চের দিকে হাঁটছিলেন, তখনই মাথার ওপর দিয়ে উড়ে যায় ওই যুদ্ধবিমানগুলো। পুতিনও চোখ তুলে আকাশের দিকে তাকান।
বিশেষজ্ঞরা বলছেন, এটি কেবলমাত্র আকাশ প্রদর্শনী নয়, বরং আলোচনার আগেই রাশিয়ার উদ্দেশে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির স্পষ্ট বার্তা।
বি–২ বোমারু বিমান বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধবিমানগুলোর একটি। প্রতিটির দাম প্রায় ২০১ কোটি মার্কিন ডলার। নর্থরপ গ্রুম্যান কোম্পানি তৈরি এই বিমানের সংখ্যা বর্তমানে মাত্র ২১টি। এটি একটানা ১১ হাজার কিলোমিটার উড়তে পারে, আর আকাশে জ্বালানি ভরলে পৃথিবীর যেকোনো প্রান্তে আঘাত হানতে সক্ষম।
এ ধরনের বিমান সর্বোচ্চ ৪০ হাজার পাউন্ড অস্ত্র বহন করতে পারে, যার মধ্যে রয়েছে ১৬টি পর্যন্ত পারমাণবিক বোমা অথবা ৩০ হাজার পাউন্ড ওজনের ‘বাংকার বাস্টার’। এর আগে আফগানিস্তান, লিবিয়া ও ইরানে দীর্ঘ মিশনে অংশ নিয়েছে এই বিমান। চলতি বছরের জুনেই ইরানের পারমাণবিক স্থাপনায় এমন ছয়টি বাংকারবিধ্বংসী বোমা ব্যবহার করা হয়।
আধুনিক অটোমেশন ব্যবস্থার কারণে কেবল দুজন পাইলট দিয়েই এই শক্তিশালী বিমান পরিচালনা করা সম্ভব।