আরাকান নিউজ ডেস্ক: ভারতে অবতরণের সময় মিয়ানমারের একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। মূলত অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে বিমানটি। এতে ৮ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ১১টা নাগাদ মিজোরামের লেংপুই বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিমানটি ভারত থেকে মিয়ানমার সেনাদের দেশে ফিরিয়ে নিতে এসেছিল। অবতরণের সময় রানওয়ের নির্দিষ্ট জায়গায় থামতে পারেনি বিমানটি। পিছলে সেটি বাইরে পড়ে যায়।
জানানো হয়, বিমানটিতে পাইলটসহ মোট ১৩ জন ক্রু ছিলেন। তাদের মধ্যে অন্তত ৮ জন গুরুতর আহত। তাদের চিকিৎসার জন্য লেংপুই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
উল্লেখ্য, মিয়ানমারে সম্প্রতি বিদ্রোহীদের তীব্র আক্রমণের মুখে পড়ে সেখানকার সেনাবাহিনীর সদস্যরা। ফলে দলে দলে ভারতে অনুপ্রবেশ করে তারা। মণিপুর, মিজোরামসহ সীমান্তবর্তী রাজ্যগুলিতে তারা আশ্রয় নিচ্ছে। সংখ্যাটা প্রায় ২৭৬। তার মধ্যে ১৮৪ জন সদস্যকে সোমবারই মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।