আগরতলা: রাজ্যে রক্তদান শিবিরের মতো অনুষ্ঠান নষ্ট করার প্রচেষ্টা চলছে, আর এগুলি মোকাবিলা করে রক্তদানে এগিয়ে আসছে ছাত্র-যুবরা৷ কিন্তু যারা এই ধরনের রক্তদান শিবির নষ্ট করার প্রচেষ্টা করছে তাদের বুঝা দরকার, আজ নয়তো কাল তাদের এবং তাদের পরিবারের রক্তের প্রয়োজন হতে পারে৷আর এটা সম্পূর্ণ আত্মকেন্দ্রিক চিন্তা ভাবনা৷ রবিবার ছাত্র-যুব ভবনে এসএফআই এবং ডি ওয়াই এফ আই এর যৌথ উদ্যোগে আয়োজিত এক রক্তদান শিবির এমনটাই অভিমত ব্যক্ত করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার৷
তিনি নিন্দা জানিয়ে বলেন, যেসব রাজনৈতিক দল ছেলে মেয়েদের মানসিকতা নষ্ট করছে এবং ছেলেমেয়েদের বিপথে পরিচালিত করছে তাদের বিষয়টি বুঝা দরকার৷ এমনকি উদ্বেগের বিষয় হলো রামনগরের দু’একজন মহিলা এই ধরনের কর্মকাণ্ডে যুক্ত হয়েছে৷ সুতরাং এ ধরনের মানসিকতা থেকে বেরিয়ে এসে যুব সমাজকে সঠিক পথে পরিচালনার দিশা দেখানো জরুরী৷
তিনি আরো বলেন কোন রাজ্য রক্তদান শিবিরে প্রথম এবং দ্বিতীয় হয়েছে সেটা বড় বিষয় নয়৷ কিন্তু বড় বিষয় হলো একজন মুমূর্ষু রোগীকে রক্ত দান করে পুনঃজীবন ফিরিয়ে দেওয়া৷ আর এটা একমাত্র সম্ভব এই ধরনের রক্তদান শিবিরের মাধ্যমে৷ তাই রাজ্যের ছাত্র যুবসমাজ বর্তমানে এই ধরনের ভূমিকা পালন করে চলেছে পাশাপাশি চক্ষুদান এবং দেহদানে এগিয়ে আসা জরুরি বলে তিনি জানান৷