আসাম নিউজ ডেস্ক: সোমবার রাত থেকে ধারাসার বৃষ্টির ফলে গুয়াহাটিতে স্বাভাবিক জনজীবন বিধ্বস্ত হয়েছে। মহানগরের চারদিকে অলিগলিতে বৃষ্টি জল আটকে যাওয়ার ফলে মঙ্গলবার সকালে নিত্য অফিস যাত্ৰীদের অফিস যেতে বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। মহানগর সংলগ্ন বরাগাঁও অঞ্চলে প্ৰবল বৃষ্টি ফলে পাহাড় থেকে ধস পড়ে চার জনের চাপা পড়ার খবর মিলেছে। উদ্ধার কাজ চলছে। মহানগরের নুনমাটি এবং খারগুলি এলাকায়ও ধসের খবর পাওয়া গেছে।
মহানগরের বামুনিমৈদাম, চানমারি, নুনমাটি, সাতগাঁও, জুরোড তিনালি, অনিল নগর, নবীন নগর, জি এস রোড, বি বরুয়া রোড, রাজগড়, বেলতলা, রুক্মিনীগাঁও, হেঙ্গেরাবাড়ি, লাচিতনগর, অনিলনগর এলাকা বৃষ্টি জলে থৈ থৈ অবস্থা। ভরলু নদী এবং অনিল নগরের জল একাকার হয়েছে। মহানগরের নালা নর্দমাগুলি প্লাস্টিকের ব্যাগ বোতল ইত্যাদিতে আটকে যাওয়ার ফলে বৃষ্টি জলগুলি বের হয়ে যেতে পারেনি। ফলে সেই জল আটকে মহানগরের রাস্তায় কৃত্ৰিম বন্যার সৃষ্টি করেছে। ফলে চরম যান জটের সৃষ্টি হয়েছে। দুৰ্ভোগ পোহাতে হচ্ছে মহানগরবাসীকে। জল দুর্ভোগ এলাকার লোকজন উপায়হীন হয়ে ঘরবাড়ি ছেড়ে রাস্তার ধারে পদপথে আশ্ৰয় নিয়েছেন।
অনিলনগর এলাকায় পাম্প ব্যবহার করে জমে থাকা বৃষ্টির জল বের করার চেষ্টা করা হচ্ছে। স্থানীয় লোকজন নিত্য প্ৰয়োজনীয় জিনিসপত্ৰ কিনতে হলে সেখানে রিক্সা ব্যবহার করছেন। রিক্সা চালকরাও সুযোগ বুঝে উপায়হীন গ্ৰাহকদের কাছ থেকে চড়া ভাড়া নিচ্ছে।
প্ৰসঙ্গত উল্লেখ্য যে মহানগরের অনিলনগর এলাকায় জল ওঠার সমস্যা দীর্ঘদিনের। প্ৰশাসনের পক্ষ থেকে আজ পর্যন্ত এলাকার লোকজনের স্থানীয় সমস্যা সমাধান সূত্ৰ বের করতে পারেনি। স্থানীয়দের দাবি, রাজ্য সরকার প্ৰশাসন দক্ষ ইঞ্জিনিয়ার নিয়োগ করে এলাকার দীর্ঘস্থায়ী সমস্যার সমাধান করুক।





