আসাম নিউজ ডেস্ক: রাজ্য নির্বাচন আয়োগের পূর্ববর্তী বিজ্ঞপ্তির আংশিক পরিবর্তন করে জানানো হয়েছে যে ভারতের সংবিধানের অনুচ্ছেদ ২৪৩ ZA অনুচ্ছেদ ১২ এর রেজিস্ট্রেশন অফ ইলেক্টরস রুলস, ১৯৬০ এর সাথে পঠিত অসম রাজ্য নির্বাচন কমিশন দ্বারা প্রস্তুত চলতি বছরে আসন্ন পৌর নিগমের নির্বাচন অনুষ্ঠিত করার জন্য ওয়ার্ড-ভিত্তিক ফটো ভোটার তালিকার পরিবর্তিত সময়সূচী প্রকাশ করা হয়েছে।
এই পরিবর্তিত সময়সূচী অনুসারে দাবি ও আপত্তি গ্রহণের শেষ তারিখ আগামী ২২ শে মে সোমবার। দাবি ও আপত্তি নিষ্পত্তির শেষ তারিখ আগামী ২৯ শে মে সোমবার এবং ফটো ভোটার তালিকার চূড়ান্ত প্রকাশ আগামী ৫ জুন সোমবার।
অসম পৌর নিগমের নির্বাচন বিধিমালা, ২০২২-এর বিধি ৫, ৬, ৭, ৮, ৯ এবং ১০ এর অধীনে নির্ধারিত পদ্ধতি অনুসারে ফটো ভোটার তালিকা তৈরি এবং প্রকাশ করা হবে এবং এটি কার্যকর বিধানসভা ভোটার তালিকার উপর ভিত্তি করে হবে। যোগ্যতার তারিখ হিসাবে ১লা জানুয়ারি ২০২৩ কে ভিত্তি করে শিলচর পৌর নিগমের নিজ নিজ ওয়ার্ডের নিবন্ধন আধিকারিকদের নাম এবং পদবি তদনুসারে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।