বিনোদন প্রতিবেদক: চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় করা মামলায় তার মায়ের করা রিভিশন আবেদনের শুনানির জন্য আদালত আগামী ২৩ সেপ্টেম্বর দিন নির্ধারণ করেছেন। মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেনের আদালতে রিভিশন পিটিশনের ওপর শুনানি হওয়ার কথা ছিল। তবে সালমান শাহের মা নীলা চৌধুরী আদালতে উপস্থিত না হওয়ায় শুনানি পিছিয়ে নতুন তারিখ ধার্য করেন বিচারক।
বাদীপক্ষের আইনজীবী মো. ওবায়দুল্লাহ বলেন, “সালমান শাহ মামলায় পিবিআইয়ের দেওয়া তদন্ত রিপোর্ট সঠিক হয়নি মর্মে আমরা আদালতে দাবি করেছি। এ মামলার আসামি রিজভী আহমেদ পিবিআইকে মেইলে একটি অডিও ক্লিপ পাঠায়। আমরা সংশ্লিষ্ট আদালতে অডিও ক্লিপটি দাবি করেছিলাম, কিন্তু আদালত তা সরবরাহ করেননি। ওই আদেশে সংক্ষুদ্ধ হয়ে আমরা রিভিশন দায়ের করি।”
রিভিশন আবেদনকারী হলেন সালমান শাহর মা নীলা চৌধুরী। তিনি দীর্ঘদিন ইংল্যান্ডে রয়েছেন ও অসুস্থ। তার ভাই আলমগীর কুমকুমকে রিভিশনকারী হিসেবে পাওয়ার অব অ্যাটর্নি দিয়েছেন।
সালমান শাহর মৃত্যুর ঘটনা ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঘটে। প্রথমে অপমৃত্যু মামলা করা হয়, পরে ১৯৯৭ সালের ২৪ জুলাই হত্যার অভিযোগে মামলা রূপান্তর করা হয়। সিআইডি তদন্তে সালমান শাহের ‘আত্মহত্যা’ শনাক্ত করে। বাবার মৃত্যুর পর তার মা মামলাটি চালিয়ে যান। ২০১৫ সালে তিনি ১১ জনের নাম উল্লেখ করে দাবি করেন, এরা তার ছেলের হত্যার সঙ্গে জড়িত থাকতে পারে।
পিবিআই ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি চূড়ান্ত প্রতিবেদনে বলেন, পারিবারিক কলহ ও মানসিক যন্ত্রণার কারণে সালমান শাহ আত্মহত্যা করেছেন। আদালত ২০২১ সালের ৩১ অক্টোবর পিবিআইয়ের প্রতিবেদন আমলে নিয়ে আসামিদের অব্যাহতির আদেশ দেন। এরপর পরিবারের পক্ষ থেকে রিভিশন আবেদন করা হয়।
১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের দারিয়াপাড়ায় জন্মগ্রহণ করেন সালমান শাহ। নব্বইয়ের শুরুতে মাত্র চার বছরের কর্মজীবনে তিনি খ্যাতি অর্জন করেছিলেন।