এমরান আহমেদ, পূর্ব লন্ডন: সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদ সিলেটের চেয়ারম্যান, সাবেক গণপরিষদ সদস্য লুৎফুর রহমান আর নেই (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। বৃহস্পতিবার বিকেলে নগরের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ।
সিলেট জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ জনাব লূৎফর রহমানের মৃত্যুতে যুক্তরাজ্য জাসদের পক্ষ থেকে সভাপতি এডভোকেট হারুনুর রশীদ এবং সাধারন সম্পাদক সৈয়দ আবুল মনসুর লিলু গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। যুক্তরাজ্য জাসদ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবার, স্বজন ও রাজনৈতিক সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন ।
উল্লেখ্য, ২০১৬ সালের ২১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা অ্যাডভোকেট লুৎফুর রহমানকে সিলেট জেলা পরিষদের প্রশাসকের দায়িত্বে নিয়োগ দেন। এরপর তিনি মৃত্যু পর্যন্ত জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।