বিনোদন ডেস্ক: ঢাকার মঞ্চে উঠলেন আধুনিক বাংলা গানের পথিকৃৎ কবীর সুমন। সঙ্গে তার সফরসঙ্গী তিনজনকে পরিচয় করিয়ে দিলেন। গান শুরু করার আগে ছোট্ট বক্তব্যে তিনি বললেন তার কিছু না পারার কথা।
শনিবার সোয়া পাঁচটা রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটের মঞ্চে ওঠেন কবীর সুমন।
তিন দিনের আয়োজনে গান গাইতে বৃহস্পতিবার সকালে ঢাকা পৌঁছান ভারতের বাংলা গানের জনপ্রিয় এ শিল্পী। ১৩ বছর পর ঢাকায় কবীর সুমনের গানের আয়োজন নিয়ে কয়েক সপ্তাহ ধরেই চলছে তুমুল আলোচনা।
সূচি অনুযায়ী, আধুনিক বাংলা গান গেয়ে শোনান কবীর সুমন। মঙ্গলবার আধুনিক বাংলা খেয়াল পরিবেশনের পর শুক্রবার আধুনিক বাংলা গান দিয়ে আয়োজন শেষ করবেন তিনি।
কবীর সুমনের গান শুনতে আসেন বরেণ্য অভিনেতা ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। উপস্থিত ছিলেন অভিনেত্রী রুনা খানসহ আরও অনেক তারকা।