সিলেট অফিস: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে বক্তব্য দেয়ার অভিযোগে হবিগঞ্জের মাধবপুরে ছাতিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপি নেতা মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে তার বিরুদ্ধে আওয়ামী লীগ নেতা শ্রীধাম দাশগুপ্ত মাধবপুর থানায় মামলা করলে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে মাধবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভায় ইউপি চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য কাসেদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে বক্তব্য দেন।
সভায় কাসেদ তার বক্তব্যের এক পর্যায়ে ‘স্বামীর দেশ ভারত থেকে মাদকদ্রব্য অবাধে বাংলাদেশে প্রবেশ করছে’ বলে বিদ্রুপাত্মক মন্তব্য করেন। এ সময় উপস্থিত অন্যরা এর প্রতিবাদ করলে হট্টগোলের সৃষ্টি হয়।
নেটিজেনরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কেউ বলছেন, ‘সত্য বললেও কটুক্তি, যেখানে মন্ত্রী বলে ভারত বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর, সেখানে প্রধানমন্ত্রীকে কটুক্তি করল কোথায়’? কেউ বলছেন, ‘মহানবী (সা:) এর কটুক্তিকারীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছিল’? আবার কেউ বলছেন, ‘চেয়ারম্যানকে গ্রেফতারের আগে যে মন্ত্রী বলেছিলো ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক তাকে প্রথমে গ্রেফতার করা হউক’।