- প্রশাসনে ১ সিনিয়র সচিব ও ৫ কর্মকর্তাকে ওএসডি
- ৩৫জন অতিরিক্ত সচিব ও ১০ যুগ্মসচিবকে বদলি
লণ্ডন, ৪ সেপ্টেম্বর- চুক্তি ভিত্তিতে নিযুক্ত রাষ্ট্রদূত-সহ বিভিন্ন সরকারি সংস্থা ও দফতরের মোট ২৪ কর্মকর্তার নিয়োগ মঙ্গলবার বাতিল করল ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। জনপ্রশাসন মন্ত্রানালয়ের এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। শেখ হাসিনা‘সরকার ঘনিষ্ঠ’ হিসাবে চিহ্নিত ছিলেন তাঁরা।
যেসব কর্মকর্তাদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে, তাঁরা হলেন শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজির প্রাথমিক পরিকাঠামো নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক সৈয়দ জহুরুল ইসলাম, রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ বেলাল হোসেন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের কমিশনার (প্রকৌশলী) শেখ রিয়াজ আহমেদ, নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোককুমার দেবনাথ, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের কমিশনার (ব্যবস্থাপনা ও প্রশাসন) মহম্মদ দেলোয়ার হোসেন, বাংলাদেশ রাবার বোর্ডের চেয়ারম্যান সৈয়দা সারোয়ার জাহান, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের প্রকল্প পরিচালক মহম্মদ আফতাবউদ্দিন তালুকদার, এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জব প্রকল্পের প্রকল্প পরিচালক মহম্মদ মনসুরুল আলম, তথ্য কমিশনের সচিব জুবাইদা নাসরিন।
চুক্তি বাতিল করা অন্য কর্মকর্তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মহম্মদ কামরুজ্জামান, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জিএসএম জাফরুল্লা, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান সারওয়ার মাহমুদ, প্রাথমিক শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক উত্তমকুমার দাস, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মহম্মদ মুনির চৌধুরী, জাতীয় নদী রক্ষা কমিশনের স্থায়ী সদস্য সত্যেন্দ্রকুমার সরকার, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামলচন্দ্র কর্মকার, জাতীয় ডিজিটাল ভূমি জোনিং প্রকল্পের প্রকল্পের পরিচালক মহম্মদ কফিলউদ্দিন, এস্টাব্লিস্টমেন্ট অফ ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেমের প্রকল্প পরিচালক মহম্মদ জহুরুল হক, কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক এএফএম হায়াতুল্লা এবং বঙ্গবন্ধু দারিদ্র্য দূরীকরণ ও পল্লী উন্নয়ন অ্যাকাডেমির মহাপরিচালক মহম্মদ বোরহানুল হক।
এ ছাড়া বাংলাদেশের তিন রাষ্ট্রদূত— জার্মানিতে নিযুক্ত মহম্মদ মোশাররফ হোসেন, জাপানে নিযুক্ত শাহাবুদ্দিন আহমদ এবং ইরাকে নিযুক্ত মহম্মদ ফজলুল বারীর চুক্তিভিত্তিক নিয়োগও বাতিল করা হয়েছে।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সম্প্রতি আটটি সিদ্ধান্ত নিয়েছিল। এর মধ্যে বিভিন্ন পদে থাকা চুক্তিভিত্তিক সব নিয়োগ বাতিলের সিদ্ধান্তও ছিল। এর মধ্যে যেসব নিয়োগ নিয়ে বেশি বিতর্ক আছে, সেগুলি দ্রুত বাতিল করার সিদ্ধান্ত হয়েছিল।
এদিকে প্রশাসনে এক সিনিয়ন সচিব,এক অতিরিক্ত সচিব এবং ৩ যুগ্মসচিবকে ওএসডি করা হয়েছে। এছাড়া ৩৫জন অতিরিক্ত সচিব এবং ১০জন যুগ্মসচিবকে বিভিন্ন মন্ত্রণালয়ে বদলি করেছে সরকার। এনটিআরসিএ চেয়ারম্যানকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে বদলি এবং সিডিএর নতুন চেয়ারম্যান হিসেবে প্রকৌশলী নুরুল করিমকে নিয়োগ দেয়া হয়েছে।
গত সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামালকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তাকে ওএসডি করেজনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়েই থাকার সময় গত বছরের ১৭ সেপ্টেম্বর সিনিয়র সচিব হন মোস্তফা কামাল। এর আগে তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রশাসনে বদলিকৃত অতিরিক্ত সচিবরা হলেন, মো.নজরুল ইসলাম, ড. খ. ম. কবিরুল ইসলাম, মো. নজরুল ইসলাম, মুহাম্মদ রফিকুল ইসলাম, এ কে এম টিপু সুলতান, মো. মফিদুর রহমান, ড. মো. আমিনুর রহমান (এনডিসি), নাসির-উদ-দৌলা, মো. সলিম উল্লাহ,আব্দুন নাসের গান, মো. আব্দুর রহমান তরফদার, মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, কামরুন নাহার সিদ্দীকা, রুপম আনোয়ার, সেখ আকতার হোসেন, নার্গিস খানম ও মো. আতাউর রহমান খান। বদলি কর্মকর্তাদের স্থানীয় সরকার বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ, শিল্প মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, রেলপথ মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও জননিরাপত্তা বিভাগে পদায়ন করা হয়েছে।
বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল মাকছুদ জাহেদীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে বদলী করা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব সুভাস চন্দ্র বিশ্বাসকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে বদলী করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব)মো. বাবলু মিঞাকে জনপ্রশাসনে বদলী করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ শফিউল আরিফকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে বদলী করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব মো. মহিদুল ইসলামকে নৌ পরিবহন মন্ত্রণালয়ে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মো. ওবায়দুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলী করা হয়েছে। জনপ্রশাস মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জিয়াউল হককে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে বদলী করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মো. এফরানুল হককেকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে, জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব শেখ মোমেনা মনিকে স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব পদে বদলী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) ড. মো. মিজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে বদলী করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব আমেনা বেগমকে মৎস্য ও প্রাণীসম্পদ বিভাগে বদলী করা হয়েছে।
প্রশাসনে যুগ্মসচিবরা হলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ে সংযুক্ত যুগ্মসচিব মো.রাহেদ হোসেনকে জনপ্রশাস মন্ত্রণালয়ে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) মো. নুরুজ্জামানকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে, বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের সদস্য ড. মো. মনিরুজ্জামানকে স্থানীয় সরকার বিভাগে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা(যুগ্মসচিব) ড. আহমেদ উল্লাহকে অর্থ বিভাগে, বিদ্যুৎ বিভাগের নিরোধ চন্দ্র মন্ডলকে ওএসডি, খাদ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব হাবিবুর রহমানকে ও এসডি, বাস্তবায়ন. পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের এস এম নাজিম উদ্দিনকে খাদ্য মন্ত্রণালয়ে, বাস্তবায়ন. পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের ড.মোহাম্মদ আমজাদ হোসেনকে বিদ্যুৎ বিভাগে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যুগ্মসচিব ড. মিজানুর রহমানকে জননিরাপত্তা বিভাগে এবং বাংলাদেশ সিপিং কর্পোরেশনের নির্বাহী পরিচালক ড. পীষুষ দত্তকে ওএসডি করা হয়েছে। কর্মকর্তাদের সোমবারের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। কেউ যোগ না দিলে সোমবার বিকেল থেকে বর্তমান কর্মস্থল থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।
এদিকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান মো. সাইফুল্লাহিল আজমকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আব্দুন নূর মুহাম্মদ আল-ফিরোজকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
এছাড়া চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন প্রকৌশলী মো. নুরুল করিম। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলপূর্বক প্রকৌশলী মো. নুরুল করিমকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮ এর ধারা-৭ অনুযায়ী অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ (তিন) বছর মেয়াদে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হলো। এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়া প্রকৌশলী মো. নুরুল করিমের বাড়ি চট্টগ্রামে। তার বাড়ি জেলার ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের শৈলাকুপা গ্রামে। এর আগে ৫ আগষ্ট গণঅভ্যুত্থানে বিদায় নেওয়া আওয়ামী লীগ সরকার মোহাম্মদ ইউনুছকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। গত ২৪ এপ্রিল তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হলেও মাত্র চার মাস সাত দিনের মাথায় তাকে সরে যেতে হলো।