সমীপ / অরবিন্দ, মরিগাঁও (অসম): আগামীকাল ১৭ ডিসেম্বর মধ্য অসমের অন্তর্গত তিওয়া স্বশাসিত পরিষদের নিৰ্বাচন। মধ্য অসমের মরিগাঁও, নগাঁও এবং কামরূপ মেট্রোর কিছু কিছু অংশকে নিয়ে গঠিত ৩৬ আসনের তিওয়া স্বশাসিত পরিষদে ১২৪ জনের ভাগ্য নির্ধারণ করবেন মোট ৩,০৮,৪০৯ জন ভোটার। নির্বাচনের জন্য আজ বুধবার দুপুর থেকে যার যার ভোটকেন্দ্রের উদ্দেশ্যে জেলা সদর থেকে যাত্রা করেছেন প্ৰিজাইডিং এবং পোলিং অফিসাররা।
পরিষদের ৩৬টি আসনের মধ্যে ১৪ নম্বর গোভায় বিজেপি মনোনীত প্ৰাৰ্থী মণি পাতর বিনা প্ৰতিদ্বন্দ্বিতায় নিৰ্বাচিত হওয়ায় আগামীকাল বৃহস্পতিবার ১৭ ডিসেম্বর ৩৫টি আসনে ভোট গ্ৰহণ হবে। আগামীকাল সকাল ৭.৩০ মিনিট থেকে শুরু হবে ভোটগ্রহণ, চলবে বিকেল ৪.৩০ মিনিট পর্যন্ত। ১৯ ডিসেম্বর সকাল ৮.০০টা থেকে শুরু হবে ভোটগণনা পর্ব। নিৰ্বাচনকে নির্ঝঞ্ঝাট রাখতে এবং আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুরোপুরি তৈরি জেলার সাধারণ ও পুলিশ প্রশাসন।
ভোট কেন্দ্ৰগুলিতে নিৰ্বাচন প্ৰক্ৰিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ছয়জন জোনাল অফিসার, ২৭ জন সেক্টর অফিসার নিয়োগ করা হয়েছে। এবার কোভিড প্ৰটোকলের বিধিবলে ভোটারের ভিড় এড়াতে বুথের সংখ্যা বাড়ানো হয়েছে, সরকারিভাবে জানানো হয়েছে এই তথ্য। জানানো হয়েছে, বড় আকারের ২৩০টি এবং ছোট আকারের ৪০টি ব্যালটবক্স ভোট গ্ৰহণের তৈরি করা হয়েছে। ভোটকেন্দ্ৰে নিৰ্বাচন প্ৰক্ৰিয়া সুষ্ঠুভাবে পরিচালিত করতে মোট ৮৪১ জন পোলিং অফিসার এবং ১৮৭ জন আশাকৰ্মীকে দায়িত্ব দেওয়া হয়েছে।