‘ভোটের ফলাফল হয়ত কোনো দিনই বেরবে না!’ ফের বেফাঁস মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ভোট পেছনোর ধান্দা আগেই করেছিলেন তিনি। ডাক–যোগে ব্যালট পেপারে ভোটের কথা শুনেই আঁতকে উঠেছিলেন প্রেসিডেন্ট! বলেছিলেন, ওই প্রক্রিয়ায় ভুলভ্রান্তি বেশি হবে, জালিয়াতির আশঙ্কাও আছে। ধোপে টেকেনি সে সব। ভোট হচ্ছেই। ভোট–পূর্ব সমীক্ষাও জানাচ্ছে, ট্রাম্পের হার নিশ্চিত! তাই এখন কী উপায়ে প্রেসিডেন্ট নির্বাচন পেছনো যাবে, তারই পরিকল্পনা করছেন তিনি, দাবি বিশেষজ্ঞদের একাংশের। হতে পারে, এ সব বলে বিপক্ষ শিবিরকে পাল্টা চাপে রাখতে চাইছেন! কাউন্সিল অব ন্যাশনাল পলিসির একটি সভায় বক্তৃতা দিতে গিয়ে ট্রাম্প বলেন, ‘৩ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণা রেওয়াজ বোধহয় বদলেই যাবে। আমার মনে হচ্ছে, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাসও কেটে যাবে, তবুও ভোটের ফল বেরবে না! ভোটের শেষে কী হলো, হয়ত কোনোদিনই জানা যাবে না।’
করোনা আবহে এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অন্তত ৫ কোটি মানুষ ডাক–যোগে ব্যালটে ভোট দেবেন। বিশেষজ্ঞদের একাংশের দাবি, আইনি মারপ্যাঁচে ভোট প্রক্রিয়া এবং ব্যালট গণনা দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনাও রয়েছে। ট্রাম্প বলেন, ‘৫ কোটি ব্যালট ভোটের জন্য আমরা আদৌ তৈরি নই। বিষয়টা একেবারেই ভালো দেখাবে না! গণতন্ত্রের জন্যেও এটা এটা ঠিক হবে না।’
গত বুধবারই মার্কিন নির্বাচনী সুরক্ষা দপ্তররের শীর্ষ আধিকারিক বিল ইভানিয়া বলেন, ‘ভোটের দিন কী হবে, এই ভেবে আমি আতঙ্কিত। এবারের ভোটে বিদেশি শক্তির প্রভাব পড়তে পারে। সাইবার হানার মতো ঘটনা ঘটলেও অবাক হবো না। ৩ নভেম্বর ভোটের ফলাফল বেরবে না, এবিষয়ে আমাদের মানসিক প্রস্তুতি আগে থেকেই নিয়ে রাখতে হবে।’ সূত্র : আজকাল





