শিরোনাম
শুক্র. জানু ৩০, ২০২৬

অনলাইন পরীক্ষার দাবিতে কলেজ ছাত্রদের আন্দোলনকে পূর্ণ সমর্থন বিডিএফ-ইয়ুথ ফ্রন্টের

বিশু / সমীপ, শিলচর (অসম): অনলাইন পরীক্ষার দাবিতে কলেজের ছাত্রছাত্রীদের লাগাতার আন্দোলন করছে বরাক উপত্যকার কলেজ পড়ুয়ারা। আজ শিলচরে ক্ষুদিরামের মূর্তির পাদদেশে একই দাবিতে প্ল্যা-কার্ড হাতে নিয়ে অবস্থান ধর্মঘট করেন অসংখ্য ছাত্রছাত্রী। তাঁদের এই আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়েছে বরাক ডেমোক্র্যাটিক ইয়ুথ ফ্রন্ট।

ভারতে কোভিড পরিস্থিতির আবার অবনতি হচ্ছে। গতকালও সব মিলিয়ে প্রায় এক লাখ লোক নতুন করে আক্রান্ত হয়েছেন। এই পরিপ্রেক্ষিতে কলেজ ছাত্রদের ফাইনাল পরীক্ষা অনলাইনে গ্রহণ করার দাবির যৌক্তিকতা স্বীকার করে তাদের আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়েছে বরাক ডেমোক্র্যাটিক ইয়ুথ ফ্রন্ট।

এ প্রসঙ্গে ইয়ুথ ফ্রন্টের মুখ্য আহ্বায়ক কল্পার্নব গুপ্ত বলেন, গত শনিবার এবং আজকে এই দাবি নিয়ে ছাত্ররা শিলচরে পথ অবরোধ করেছেন। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মৌখিক আশ্বাস দেওয়ার পরও নানা টালবাহানা করে অনলাইনে পরীক্ষা নেওয়ার ব্যাপারে কোনও সিদ্ধান্ত নিচ্ছেন না। তিনি বলেন, এই দাবি অত্যন্ত যুক্তিসঙ্গত এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তথা প্রশাসনের এই উদাসীনতা নিন্দনীয়। তিনি প্রশ্ন করেন, কোভিড পরিস্থিতির অবনতি এই উপত্যাকায় যে হবে না সেটি কী নিশ্চিত? যদি তা হয় তবে চিরাচরিত ভাবে পরীক্ষার আয়োজন করার ফলে যদি ছাত্রছাত্রীরা সংক্রমিত হন তার দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নেবেন কি?

বিডিএফ-ইয়ুথ ফ্রন্টের অপর আহ্বায়ক ইকবাল নাসিম চৌধুরী বলেন, তিনি আশাবাদী যে প্রশাসন এ ব্যাপারে সদর্থক পদক্ষেপ নেবেন এবং অবিলম্বে ছাত্রছাত্রীদের এই নায্য দাবিকে মেনে নিয়ে বিবৃতি দেবেন। অন্যথায় কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের সাথে এই ইস্যুতে অবিলম্বে আন্দোলনে নামবে বিডিএফ-এর যুব শাখা, হুমকি দেন তিনি।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *