শিরোনাম
শনি. ডিসে ১৩, ২০২৫

অন্তরঙ্গ ছবি নিয়ে যা বললেন দীঘি

বিনোদন ডেস্ক: সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির সঙ্গে এক তরুণের কিছু অন্তরঙ্গ ছবি ভাইরাল হয়েছে। নেটিজেনরা মনে করছেন, ঐ তরুণের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন দিঘি।

ঐ তরুণের নাম মাহিমিন রাশিদ। তার প্রোফাইলে দীঘির বেশকিছু অন্তরঙ্গ ছবি রয়েছে। ছবিগুলোর কোনোটায় কাঁধে মাথা রেখে সমুদ্র দেখতে দ্বেখা গেছে দীঘিকে। আবার কোনোটায় খুনসুটিময় মুহূর্তে ধরা পড়েছেন তারা।

তবে বিষয়টিকে প্রেম বলে স্বীকার করতে নারাজ দীঘি। সম্পর্কটিকে বন্ধুত্ব বলতে চান তিনি। কিন্তু এভাবে নিরিবিলি অন্তরঙ্গ ছবি যার সঙ্গে সে কী শুধুই বন্ধু? প্রশ্নের উত্তরে ভ্যাবাচ্যাকা খান দিঘী। খানিক পর বলেন, প্রেমটেম কিছু নেই আমাদের। সে আমার কেবলই বন্ধু। ছোটবেলার বন্ধু।

তবে সংবাদমাধ্যমের সঙ্গে দীঘি কথা বলার পরই দেখা যায় সেই ছেলের ওয়াল থেকে সেসব ছবি মুছে ফেলা হয়েছে। সে জন্যই তাদের প্রেমের বিষয়টি নিয়ে আরো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এর আগেও দীঘিকে নিয়ে প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। বরাবরই অভিনেত্রী সেসব অস্বীকার করেছেন।

দীঘি এর আগে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, প্রেমের ঘটনা সত্য নয়। এটি ছিল শুধুই রটনা। নায়িকাদের আসলে ঘটনা ঘটা লাগে না, এমনিতেই গুজব ছড়ায়। তবে মিডিয়াতে অনেকে প্রেম করেও অস্বীকার করেন। যখন খবরটির সত্যতা প্রকাশ্যে আসে, তখন অন্যদের প্রেমের সত্যিকারের গুজবও বিশ্বাস করেন না দর্শক। এসব কারণেই আমরা প্রেম না করেও ফাঁসি।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *