শিরোনাম
শনি. জানু ৩, ২০২৬

অবিলম্বে রাস্তা মেরামতের দাবিতে অবরোধ করলেন কলিনপুর ব্লক রোডের গ্রামবাসীরা

পোর্ট ব্লেয়ার: কলিনপুর পঞ্চায়েতের গ্রামবাসীরা আজ রাস্তায় নেমে রাস্তার সবচেয়ে খারাপ অবস্থায় মেরামতের দাবিতে পরে রাস্তা অবরোধ করেছে, যা আন্দামান এবং নিকোবার প্রশাসনের মনোযোগের অভাবের ফলস্বরূপ ঘটেছে। বাঙালি বস্তিতে এই প্রতিবাদের আয়োজন করা হয়েছিল যার নেতৃত্বে ছিলেন জেলা পরিষদ দক্ষিণ আন্দামানের প্রাক্তন উপাধ্যক্ষ এবং এলাকার সমাজকর্মী শ্রী বলরাম সিং।

বিক্ষোভের পরে, ডিওয়াইএসপি বাম্বুফ্ল্যাট, নির্বাহী প্রকৌশলী, আরসিডি উইম্বার্লিগঞ্জ সহ তহসিলদারকে আন্দোলনকারীদের বোঝাতে ঘটনাস্থলে পৌঁছাতে হয়েছিল। ঘটনাস্থল পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়ক সংস্কারের লিখিত আশ্বাস দিলে পরে বিক্ষোভ প্রত্যাহার করা হয়।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *