শিরোনাম
বৃহঃ. ডিসে ৪, ২০২৫

অভিনয় শিল্পীর খ্যাতিকে প্রাধান্য দিই না, গল্পের মারপ্যাঁচেই চরিত্রের জন্ম: মাশরুর

বিনোদন প্রতিবেদক: কিংবদন্তি অভিনেতা সোহেল রানার ছেলে মাশরুর পারভেজ নির্মাণ করেছেন ‘গোয়িং হোম’ নামে সিনেমা। এটি তার নির্মিত দ্বিতীয় চলচ্চিত্র। ঢাকার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এটি। এবার বাণিজ্যিক শহর চট্টগ্রামে সিলভার স্ক্রিনে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।

মাশরুর পারভেজ বলেন, ‘‘ঢাকার পর চট্টগ্রামে আমাদের ‘গোয়িং হোম’ সিনেমাটি মুক্তি দিতে যাচ্ছি। আগামী ২৬ আগস্ট চট্টগ্রামে সিলভার স্ক্রিনে চলবে। ইচ্ছে আছে, পর্যায়ক্রমে দেশে সব জেলায় সিনেমাটি দেখানোর। সিনেমার গল্পে দর্শক তাদের জীবনকাহিনির সঙ্গে মিল পাবেন। আশা করি, সবাই সিনেমাটি উপভোগ করবেন। সবাইকে সিনেমা হলে এসে সিনেমাটি দেখার আমন্ত্রণ রইল।’’

সিনেমাটিতে নতুন মুখ কাস্ট করেছেন মাশরুর পারভেজ। তার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘অভিনয়শিল্পীর ব্যাপারে আমি খ্যাতিকে প্রাধান্য দিই না। গল্পের মারপ্যাঁচেই চরিত্রের জন্ম হয়। তাই পুরো স্ক্রিপ্ট হয়ে গেলে বিবেচনা করি কে কোন চরিত্রে ভালো করবেন। কার লুক কতটা মানানসই। নায়িকা হিসেবে জেরিকে নিয়েছি; জেরি মিডিয়ায় টুকটাক কাজ করেছেন। দ্বিতীয় হিরো হিসেবে নিয়েছি ফাহিম ফারুককে। তিনি এর আগে অভিনয় করেননি। আমি পরিচিত মুখ নিতেই পারতাম। কিন্তু আমার মনে হয়েছে, আমি যে গল্প বলতে চাই, তার সঙ্গে ফাহিমই মানানসই।’

‘গোয়িং হোম’ সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন মাশরুর। অন্যান্য চরিত্রে রয়েছেন একঝাঁক নতুন অভিনয়শিল্পী।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *