চাংলাং (অরুণাচল প্রদেশ), ১৮ জুলাই : অরুণাচল প্রদেশের চাংলাং জেলায় নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে। প্রতিরক্ষা বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে স্পিয়ার কর্পসের অধীনে থাকা অসম রাইফেলস একটি তল্লাশি অভিযান চালায় মিয়াও-ভিজয়নগর অক্ষে।
প্রতিরক্ষা জনসংযোগ আধিকারিক লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াত জানিয়েছেন, অভিযানে মোট ছয়টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত দল, অত্যাধুনিক প্রযুক্তি সরঞ্জাম এবং ট্র্যাকার কুকুর ব্যবহার করা হয়।
এই অস্ত্রগুলির উৎস এবং সম্ভাব্য ব্যবহার সম্পর্কে বিস্তারিত তদন্ত চলছে বলে জানান ওই প্রতিরক্ষা আধিকারিক। এর আগেও চলতি মাসের শুরুতে অরুণাচল প্রদেশের বোরুম এলাকায় এক সন্দেহভাজন মাদক পাচারকারীকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। ওই অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার হয়।
বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে তথ্য পেয়ে পাপু হিলস থানার ইনস্পেক্টর তরুণ মাই (ওসি)-এর নেতৃত্বে এসআই গ্যাটি লেন্টো, এএসআই কিপা তাকিয়া এবং কনস্টেবল পি. শইকিয়া সমন্বয়ে একটি বিশেষ দল অভিযানে নামে। এই অভিযান পরিচালিত হয় নাহারলাগুন-এর এসডিপিও ঋষি লংডোর তত্ত্বাবধানে।