শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

অসম-মিজোরাম সীমান্তে সমন্বয় ও শান্তি-শৃঙ্খলা অটুট রাখার সিদ্ধান্ত কাছাড় ও কলাশিব জেলার দুই ডিসি-র বৈঠক

বিশু / সমীপ, শিলচর (অসম): অসম-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্তে সমন্বয় ও শান্তি-শৃঙ্খলা অটুট রাখতে কাছাড় ও কলাশিব জেলার দুই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের মধ্যে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লি প্রতিবেশী দুই রাজ্যের সীমান্তবর্তী অঞ্চলগুলিতে আইন-শৃঙ্খলা রক্ষার বিষয়ে মিজোরামের কলাশিবের জেলাশাসক ড. এইচ ল্যালথালংলিয়ানার সাথে সোমবার এই বৈঠক করেন।

অনুষ্ঠিত সভায় কাছাড়ের পুলিশ সুপার বানোয়ারিলাল মিনা, কলশিবের পুলিশ সুপার লালফাকজুয়ালা, সহকারী কমিশনার বিভোর আগরওয়ালা, সোনাইয়ের সার্কল অফিসার বিকাশ ছেত্রী, কাছাড়ের ডিটিও অংশুমান বিশ্বাস উপস্থিত ছিলেন। সভায় দুই রাজ্যের দুই জেলা প্রশাসনের সংশ্লিষ্ট আধিকারিকগণ ছিলেন।

বৈঠকে কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লি উভয় জেলার সংলগ্ন সীমান্ত অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষার্থে কলাশিবের জেলাশাসকের পারস্পরিক প্রচেষ্টার প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেন। কীর্তি জল্লি বলেন, অসমে আসন্ন নির্বাচনের ক্ষেত্রে নিরপেক্ষতা রক্ষায় কলাশিবের জেলাশাসকের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে, জেলার সীমান্ত দিয়ে নিষিদ্ধ সামগ্রী, মাদক ও অবৈধ মুদ্রার চালান ইত্যাদি নিয়ন্ত্রণে সহযোগিতার প্রয়োজনীয়তা রয়েছে বলে বৈঠকে বিষয়টি উত্থাপন করেন কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লি। এছাড়া কলাশিবে আসন্ন নির্বাচনের প্রস্তুতিতে হালকা মোটর গাড়ি চলাচলের ক্ষেত্রে যথার্থ ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ জানান।

কলাশিবের জেলাশাসক ড. এইচ লালথাংলিয়ানা বলেন, উভয় জেলার মধ্যে স্থায়ী সুসম্পর্ক গড়ে তুলতে দুটি জেলার কর্মকর্তাদের মধ্যে সমস্ত প্রয়োজনীয় তথ্য ভাগ করা উচিত এবং সীমান্ত অঞ্চলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি দেন।

কাছাড়ের পুলিশ সুপার বানোয়ারিলাল মিনা বলেন, অবৈধভাবে নগদ লেনদেন, মদ এবং অন্যান্য ক্ষতিকারক উপাদানগুলি চেকিংয়ের বিষয়ে আসন্ন অসম বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে ঝামেলা সৃষ্টি করতে পারে। উভয় জেলার কর্মকর্তারাও সীমান্তবর্তী অঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে তাঁদের মতামত উপস্থাপন করেছেন। সহকারী কমিশনার বিভোর আগরওয়ালা ধন্যবাদসূচক বক্তব্য প্রদানের পর বৈঠকের সমাপ্তি হয়েছে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *