জয়নুল আবেদীন: গত ৬ই সেপ্টেম্বর রবিবার বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এক মনোজ্ঞ প্রকাশনা উৎসব হয়ে গেলো মরহুম ডা: শেখ আজিজুর রহমান তরফদার রচিত ‘ আঁখিপাতে ঘুমহীন বীর সেনানী ‘ কাব্য গ্রন্থের। প্রায় ৪০ বছর আগে লিখিত এ ত্রিপদী কাব্য গ্রন্থটি প্রকাশ করে এ দেশে বড় হওয়া নাতনী বিলকিস রশীদ। মরহুম ডা: তরফদারের বাড়ি ছিল মৌলভীবাজার উপজেলার একাটুনা গ্রামে। সভায় সভাপতিত্ব করেন কমিউনিটি নেতা মরহুমের পরিবারের সার্থক উত্তরসূরী শেখ শাহজাহান আহমদ তরফদার। ‘আঁখিপাতে ঘুমহীন বীর সেনানী’ কাব্য গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠানটি বিলেতের কবি সাহিত্যিকদের এক মিলন মেলায় পরিণত হয়েছিলো।

ডা: গিয়াস উদ্দিন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান আলোচক ও প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জার্ণালিস্ট এসোসিয়েশন ও ইউকে বাংলা প্রেসক্লাব সভাপতি কে এম আবু তাহের চৌধুরী। অতিথি বক্তা ছিলেন কবি শেখ মো: জাবেদ আলী, কবি শিহাবুজ্জামান কামাল, কবি আবু সুফিয়ান চৌধুরী, কবি হান্নান মিয়া, কবি সাদ মিয়া, কবি আমিনুর আকরাম, সাংবাদিক খান জামাল, সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব মোহাম্মদ জয়নুল আবেদীন, কমিউনিটি নেতা সৈয়দ মনোহর আলী, অধ্যক্ষ ফখর উদ্দিন চৌধুরী, আসাদুজ্জামান আসাদ, হাজী ফারুক মিয়া, ডা: মাহমুদুর রহমান মান্না ও প্রকাশক বিলকিস রশীদ। বক্তাগণ মরহুম আজিজুর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন ও তার কাব্য গ্রন্থকে মহা কাব্যগ্রন্থ হিসাবে উল্লেখ করেন।
উল্লেখ্য , মরহুম ডাঃ আজিজুর রহমান তরফদারের বাড়ী মৌলভীবাজার জেলার একাটুনা গ্রামে অবস্থিত।