পশ্চিমবঙ্গ সরকারের অধীন আইএএস অফিসারদের স্পেশাল অ্যালাওয়েন্স বা বিশেষ ভাতা বৃদ্ধি করল নবান্ন। সোমবার এই ভাতা বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বলা হয়েছে, রাজ্য সরকারের সেক্রেটারিয়েট, ডিরেক্টরেট ও অন্যান্য পদস্থ আইএএস অফিসারদের ভাতা বৃদ্ধি করা হচ্ছে।
সাব ডিভিশনাল অফিসারদের ক্ষেত্রে ২ হাজার টাকা, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের ক্ষেত্রে আড়াই হাজার টাকা, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের ক্ষেত্রে তিন হাজার টাকা, কমিশনারবা ডিরেক্টরদের ক্ষেত্রে তিন হাজার টাকা, সেক্রেটারিদের ক্ষেত্রে ৪ হাজার টাকা, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি বা প্রিন্সিপাল সেক্রেটারিদের ক্ষেত্রে ৫ হাজার টাকা এবং চিফ সেক্রেটারির ক্ষেত্রে ৬ হাজার টাকা করে বিশেষ ভাতা বাড়ছে। এতে রাজ্যপালের অনুমোদন চাওয়া হয়েছে। ১ নভেম্বর থেকেই এই বর্ধিত ভাতা কার্যকর হবে।
উল্লেখ্য, আইএএস অফিসারদের বিশেষ ভাতা বৃদ্ধি করা হলেও এখনও ঝুলেই আছে ডব্লুবিসিএস অফিসারদের ভাতা। যা নিয়ে আধিকারিকদের মধ্যে দানা বেঁধেছে ক্ষোভ, তেমনটাই জানা যাচ্ছে সূত্রের খবরে। দীর্ঘদিন ধরেই ডব্লুবিসিএস অফিসারদের বিশেষ ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয়নি। সূত্র: দ্য ওয়াল ব্যুরো