ক্রীড়া ডেস্ক: আইপিএলের নিলাম শেষ হয়েছে। কলকাতা নাইট রাইডার্স তাদের সবটুকু সামর্থ নিয়ে চেষ্টা করেছে ভালো দল গড়ার।
নিলামের শুরুতেই তারা দলে ভেড়ায় অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে। এরপর ১২ কোটি ২৫ লাখ রুপিতে দলে টানে নিলামের আলোচিত শ্রেয়াস আয়ারকে। মিডল অর্ডারের জন্য দলে নেয় নিতিশ রানাকে।
অবশ্য নিলামের আগেই তারা ধরে রেখেছিল আন্দ্রে রাসেল, সুনীল নারিন, ভেঙ্কটেশ আয়ার ও বরুন চক্রবর্তীকে। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন শ্রেয়াস আয়ার, প্যাট কামিন্স, নিতিশ রানা, শিবাম মাভি, আজিঙ্কা রাহানে, স্যাম বিলিংস, আলেক্স হেলস, টিম সাউদি, উমেশ যাদব, মোহাম্মদ নবীর মতো পরীক্ষিত তারকারা।
সব মিলিয়ে লড়াই করার মতো একটি দল গড়তে সক্ষম হয়েছে কেকেআর। চলুন তাদের খেলোয়াড়দের পূর্ণাঙ্গ তালিকা দেখে নেওয়া যাক।
কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড় তালিকা: আন্দ্রে রাসেল, সুনীল নারিন, ভেঙ্কটেশ আয়ার, বরুন চক্রবর্তী, শ্রেয়াস আয়ার, প্যাট কামিন্স, নিতিশ রানা, শিবাম মাভি, আজিঙ্কা রাহানে, স্যাম বিলিংস, আলেক্স হেলস, টিম সাউদি, উমেশ যাদব, মোহাম্মদ নবী, রিংকু সিং, অনুকুল রায়, রাসিখ দার, বাবা ইন্দ্রজিৎ, চামিকা করুণারত্নে, অভিজিত তমার, প্রথম সিং, আশোক সিং, রামেশ কুমার ও আমান খান।
উল্লেখ্য, আইপিএলের ২০২২ আসরের দুইদিনের নিলামে ১০টি ফ্র্যাঞ্চাইজি ৫৫০ কোটির বেশি টাকা খরচ করে ২০৪ জন খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে। তার মধ্যে বিদেশি খেলোয়াড় ৬৭ জন।
দুইদিনে ১৯ ঘণ্টার নিলামে ৫৯০ জন খেলোয়াড়কে নিলামে তোলা হয়। তার মধ্য থেকে বিক্রি হয় ২০৪ জন। প্রথম দিন ফ্র্যাঞ্চাইজিগুলো ৭৪ জনকে দলে ভেড়ায়। আর দ্বিতীয় দিনে ভেড়ায় ১৩০ জনকে।
বিদেশি কোটায় সবচেয়ে দামি খেলোয়াড় হয়েছেন লিয়াম লিভিংস্টন। ১১ কোটি ৫০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছে পাঞ্জাব কিংস। আর দেশি কোটায় সর্বোচ্চ দামে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছেন ইশান কিষান। তিনি ১৫ কোটি ২৫ লাখ রুপিতে দাম পেয়েছেন। এছাড়া ১১ জন খেলোয়াড় ১০ কোটির ওপরে দাম পেয়েছেন।
এক নজরে আইপিএল নিলাম:
মোট দল: ১০টি।
মোট খরচ: ৫ শত ৫১ কোটি ৭০ লাখ।
সর্বোচ্চ দাম (দেশি): ইশান কিষান (১৫ কোটি ২৫ লাখ)।
সর্বোচ্চ দাম (বিদেশি): লিয়াম লিভিংস্টন (১১ কোটি ৫০ লাখ)।
নিলামে মোট খেলোয়াড়: ৫৯০
বিক্রি: ২০৪ (বিদেশি ৬৭, দেশি ১৩৭)।