ত্রিপুরা নিউজ ডেস্ক: আগরতলায় অনুষ্ঠিত হল উত্তরপূর্বাঞ্চল উৎসব। রবিবার ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সরকারের সামাজিক ন্যায় বিচার এবং ক্ষমতায়ন দপ্তরের রাজ্যমন্ত্রী প্রতিমা ভৌমিক, ত্রিপুরার উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মণ, ত্রিপুরা সরকারের সমাজ কল্যান ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা, ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভানেত্রী অন্তরা সরকার দেব, উত্তরপূর্বাঞ্চল কাউন্সিলের সদস্য এয়ার মার্শাল অঞ্জন কুমার গগৈ, ত্রিপুরা সরকারের গ্রামোন্নয়ন দপ্তরের প্রধান সচিব জীতেন্দ্র কুমার সিনহা প্রমুখ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন বর্তমান ভারত সরকার বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলাদের এবং উত্তরপূর্বের মহিলাদের স্বশক্তিকরণের জন্য গুরুত্ব দিয়েছেন। কেউ স্বপ্নেও ভাবতে পারেননি এমন একজন ব্যক্তি যিনি মানুষ কল্যাণে সব সময় কাজ করছেন। বর্তমান সরকারের কারণে ত্রিপুরা রাজ্যে ৩ লাখের বেশি মহিলা স্বসহায়ক গোষ্ঠীর মাধ্যমে আত্মনির্ভর হচ্ছেন।
অপরদিকে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার উপমুখ্যমন্ত্রী শ্রী যীষ্ণু দেববর্মন বলেন অনেকে উত্তর-পূর্ব ভারতকে প্রান্তিক অঞ্চল এবং দেশের অন্যতম মূল ভূখণ্ড বলেন কিন্তু বাস্তবে সুদূর অতীতকাল মহাভারতের সময়কাল থেকে দেখা যায় উত্তর-পূর্বাঞ্চলের বিশেষ গুরুত্ব রয়েছে। এই অঞ্চলের উন্নয়নের জন্য বর্তমান ভারত সরকার বিশেষ গুরুত্ব সহকারে কাজ করছে বলে অভিমত ব্যক্ত করেন।
ত্রিপুরা সরকারও রাজ্যের উন্নয়নের জন্য নানা পদক্ষেপ নিচ্ছে বলে জানান। এদিন অনুষ্ঠান মঞ্চে ত্রিপুরাসহ উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের মহিলাদেরকে সংবর্ধিত করা হয়। যেসকল মহিলারা নিজ নিজ ক্ষেত্রে কাজের জন্য সাফল্য অর্জন করেছেন তাঁদেরকে এদিন সংবর্ধিত করা হয়।